সম্পাদকীয়

হাইকোর্টের রায়কে উপেক্ষা করে বরিশালে ৬ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা!

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২২ , ১১:৩১:২৪ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।বরিশালে ৬ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন বরিশালের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোঃ গোলাম ফারুক। সম্প্রতি উচ্চ আদালতের এক রায়ের ৫৫পৃষ্ঠার নির্দেশনা পূর্বক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে হলে অবশ্যই প্রেস কাউন্সিল যাওয়ার আদেশ দিয়েছেন।

হাইকোর্ট রায়ে এ কথাও উল্লেখ করেন-কোন সংবাদে সংক্ষুব্ধ ব্যক্তি প্রেস কাউন্সিলে অভিযোগ করতে হবে। সাংবাদিকের বিচার করার এখতিয়ার আমাদের নেই। উক্ত রায়ের আদেশ হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করছি, উক্ত রায়ের আলোকে বাস্তবায়ন করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

বরিশালের নিউজ এডিটার্স কাউন্সিলের সভাপতি সৈয়দ মেহেদী হাসান মামুন ও সাধারণ সম্পাদক মোঃ রিপন হাওলাদার সহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

আরও খবর

Sponsered content