সম্পাদকীয়

সাংবাদিক পেশাকে কলুষিত করেছে ছাম্ভাদিকরা!

  প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৪ , ১:২৫:৪৯ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।কলমের লেখার যোগ্যতা নেই।তবু ক্ষমতার দাপট দেখিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।তোষামোদকারীরা দেশকে ধ্বংস করে অপরাধীদের মদদ যুগিয়েছে।বর্তমানে অপরাধ নির্মূলের লক্ষ্যে লেখা বা সংবাদ প্রকাশের দক্ষতা ও অভিজ্ঞতা না থাকলেও মামলা ও দালালী পেশায় পারদর্শী।ওইসকল ছাম্ভাদিকরা মামলা ও দালালী নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সাংবাদিক হিসেবে তাদের কোন সংবাদ সংগ্রহ পূর্বক অপরাধ নির্মূলের যোগ্যতা না থাকলেও কার্ড ঝুলিয়ে ছাম্ভাদিক পরিচয়ে সন্ত্রাসীর আশ্রয়-প্রশ্রয়কারী হিসেবে সমাজের নিকৃষ্টতম জঘন্য অপরাধ কর্মকাণ্ড করে বেড়ায়।

থানার দালালি অপরাধীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলছে। প্রকৃত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে বাঁধা সম্মুখীন।

ভয়ংকরভাবে চলাফেরা দেউলিয়া হয়ে অপসাংবাদিকতা চালিয়ে গেলেও প্রশাসনের অসৎ কর্মকর্তা-কর্মচারীরা তাদের মদদ যুগিয়েছে।

অসামাজিক কার্যকলাপ চালিয়ে গেলেও প্রকৃত সাংবাদিকদের নাজেহাল করার জন্য কতিপয় সংবাদপত্রের সাংবাদিকরা অপসাংবাদিকতার সঙ্গে জড়িত হয়ে তাদের মদদ যুগিয়েছে।

সংবাদ প্রকাশের কোনো তাদের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা পাওয়া দূস্কর বটে।

অহেতুক ঝামেলায় জড়িয়ে মানুষকে হয়রানি করছে। চাঁদাবাজিতে অভ্যাসের ফলে প্রকৃত সাংবাদিকদের নাজেহাল করার উদ্দেশ্যে অসাধু পুলিশ কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সখ্যতা গড়ে তোলার পর হামলা-মামলা সংবাদকর্মীদের জিম্মি করার পাঁয়তারা করছেন।

অপসাংবাদিকতার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

আরও খবর

Sponsered content