সম্পাদকীয়

প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচ ১৬টাকা

  প্রতিনিধি ৪ জুন ২০২৩ , ৬:৫৭:১২ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকারে ধারণ করেছিল। করোনা ভাইরাসের প্রার্দুভাব শেষ না হতেই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ যেন মরার ওপর খোড়র ঘা, ডলার সংকটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে।এ সত্ত্বেও সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচ প্রায় ১৬টাকা।তবুও সম্প্রতি ফেইসবুকে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে।এতে নেটিজেনদের প্রশ্ন হলো:- বিদ্যুৎ বিল বাকী রাখিনি কয়লার বিল বাকী কেন…? আসুন হিসাব করি,যদি আপনি মাসে ১০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন।

আপনার এনার্জি বিল (ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া ছাড়া)
প্রথম ৭৫ ইউনিট × ৪.৮৫ = ৩৬৩.৭৫
পরবর্তী ২৫ ইউনিট × ৬.৬৩ =১৬৫.৭৫
মোট বিদ্যুৎ বিল = ৫২৯.৫০
১০০ ইউনিট বিদ্যুৎ গড় উৎপাদন খরচ
১০০ ইউনিট × ১৬.০০= ১৬০০.০০
আপনি পরিশোধ করেছেন ৫২৯.৫০ টাকা
উৎপাদন খরচ – বিক্রি বাবদ প্রাপ্য= লোকসান
১৬০০.০০-৫২৯.৫০= ১০৭০.৫০ লোকসান
সরকার মাসে আপনাকে ১০০ ইউনিট বিদ্যুৎ দিতে ১০৭০.৫০ লোকসান মানে সাবসিডি দেয়। তাহলে আপনার জন্য সরকার বৎসরে ১২,৮৪৬.০০ সাবসিডি দেয় কারন আপনি এ দেশের নাগরিক।এই সাবসিডি দিতে গিয়ে কয়লার বিল বাকী পড়ে।

* সরকার লক্ষ লক্ষ সেচ গ্রাহককে বিলের শতকরা ২০ টাকা রেয়াত দেয়।৫০০০.০০ বিল হলে ১০০০.০০ মওকুফ।
* লক্ষাধিক মসজিদ,মন্দির,প্যাগোডাকে বিনা মূল্যে বিদ্যুৎ দেয়।
* সরকার যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে ২০০ ইউনিট পর্যন্ত বিনা মূল্যে বিদ্যুৎ দেয়।

**বিঃদ্রঃ পানির অভাবে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটির মধ্যে চারটি টার্বাইনই বন্ধ থাকায় বিদ্যুৎ এর গড় উৎপাদন খরচ আরো ৩ টাকা বৃদ্ধি পেয়েছে।

আরও খবর

Sponsered content