আবহাওয়া বার্তা

রোববার থেকে বৃষ্টির সম্ভাবনা আছে,যা চলবে পুরো সপ্তাহজুড়ে-আবহাওয়া অফিস

  প্রতিনিধি ৫ মে ২০২৪ , ৪:৫৫:১০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।‌।এক সপ্তাহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বলা হচ্ছে,রোববার থেকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি শুরু হবে -যা ছড়িয়ে পড়বে সারাদেশে। তবে এরপর আবারও তাপমাত্রা বাড়ার শঙ্কা রয়েছে। একইসাথে দেয়া হয়েছে বজ্রপাতের সতর্কতাও।

এতো দীর্ঘ সময়ের তাপপ্রবাহ গেলো ৭৬ বছরে কখনো দেখেনি দেশের মানুষ।সাধারণত এপ্রিল থেকে ঝড়ের মাস শুরু হলেও এবার পুরো এপ্রিলে বৃষ্টি হয়েছে মাত্র একদিন।রংপুর আর রাজশাহী বিভাগে কোন বৃষ্টিই হয়নি।

মে মাসের শুরুতে বৃষ্টি হওয়ায় কিছুটা কমেছে তাপমাত্রা।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান,সাধারণত এপ্রিল-মে মাসের বজ্র ঝড়ে মেঘের উচ্চতা থাকে বেশি,তাই বৃষ্টিকণা হয় ঠাণ্ডা।ফলে এই বৃষ্টি ২ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত কমিয়ে দিতে পারে তাপমাত্রা।

আবহাওয়ার পূর্বাভাস বলছে,রোববার থেকে বৃষ্টির সম্ভাবনা আছে,যা চলবে পুরো সপ্তাহজুড়ে।এই সময় শিলাবৃষ্টির শঙ্কা যেমন আছে তেমনি বজ্রপাতের আশঙ্কাও থাকছে।

মে মাসের মাঝামাঝি বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে,যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে বলে জানানো হয়েছে দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে।

আরও খবর

Sponsered content