জাতীয়

ভারতের নির্বাচনের পর সরকার গঠন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন-পররাষ্ট্রমন্ত্রী,ড. হাছান মাহমুদ

  প্রতিনিধি ৯ মে ২০২৪ , ৪:৩৫:৫৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে দিল্লি নাকি বেইজিং সফর করবেন এ প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,দিল্লি তো আমাদের চেয়ে কাছে।বেইজিং একটু দূরে।’

বৃহস্পতিবার (৯ মে) ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার সঙ্গে বৈঠক শেষে সরকারপ্রধানের দিল্লি সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কৌশলী জবাব দেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,অবশ্যই প্রধানমন্ত্রীর সফর হবে।ভারতে এখন নির্বাচন চলছে।নির্বাচনের পর সরকার গঠন হবে। তারপর না প্রধানমন্ত্রীর সফর কখন হবে সেটা ঠিক হবে।

প্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে কথা হচ্ছে।কোনটি আগে হতে পারে বেইজিং না দিল্লি,হাছান মাহমুদের কাছে প্রশ্ন রাখা হয়। জবাবে তিনি বলেন,দিল্লি তো আমাদের চেয়ে কাছে। বেইজিং একটু দূরে।প্রধানমন্ত্রীর অনেক আগে থেকে ভারত সফরের কথা রয়েছে।তাদের সেখানে যেহেতু নির্বাচন,সেটা শেষ না হওয়া পযন্ত কখন সফর হবে সেটি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।

আরও খবর

Sponsered content