সম্পাদকীয়

লাভ এট ফার্স্ট সাইড বলতে যেটা হয়!

  প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২২ , ৫:৫৩:১৭ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।সিমিরা দুই বোন, বাবা মারা যাওয়ার পরে ওদের মা নিজেই সব দ্বায়িত্ব নিয়ে ওদের বড় করেছে। আজ হঠাৎ করেই সিমির মা মারা যান।তিনি মারা যাওয়ার পরে অনেক মানুষ আসছিলো তাদের বাড়িতে, অনেক মানুষের ভীড়ে একটা ছেলে এসেছিলো যথেষ্ট সুন্দর দেখতে। যাকে প্রথম দেখাতেই সিমির খুব ভালো লেগে গেছে, লাভ এট ফার্স্ট সাইড বলতে যেটা হয়!

কিন্তু ওই সময়ে ছেলেটাকে চিনতে বা ছেলেটার সম্পর্কে জানতে পারার কোনো সুযোগ সিমির ছিলো না! সে কয়েকদিন ছেলেটাকে অনেক খুঁজলো কিন্তু কোথাও ছেলেটার কোনো হদিস সে পায়নি। পরিচিত এমন কোনো জায়গা নেই যেখানে সিমি ছেলেটার খোঁজ করেনি। সবার থেকে একটাই উত্তর, কেউ চিনে না ওমন কাউকে।

প্রায় সপ্তাহ খানেকের ভিতরে সিমির বড় বোনও মারা গেলো, মৃত্যুটা এমন ভাবে হয়েছে যে এটা খুন নাকি আত্বহত্যা কিছুই বুঝা যাচ্ছে না। কোথাও কোনো প্রমাণ নেই, এবং ময়নাতদন্তের রিপোর্টেও সঠিক আন্দাজ করা যাচ্ছে না!

• সাইকোলজি নিয়ে ভাবতে চাইলে উপরের সিমির বোনের মৃত্যুর কারণটা খুঁজে বের করুন।

আরও খবর

Sponsered content