সম্পাদকীয়

প্রতিটি মুসলিম নর-নারীর ভালো থাকার সহজ উপায়

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২২ , ৬:২৯:৪৮ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।কখনো অন্যের কোন কিছু নিয়ে হিংসা না করা। নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা।অন্যের কাছে খুব বেশি আশা না রাখা।

কখনো কারোর পেছনে লাগবেন না। কেউ ভালো কিছু করছে- ‘করুক’। কেউ অনেক টাকার মালিক হয়ে যাচ্ছে- হয়ে যাক।

কেউ ভালো কিছু করলে পারলে তাকে এপ্রিশিয়েট করেন আর তা না পারলে চুপ থাকেন। যখনই আপনি অন্যের পেছনে লাগতে শুরু করবেন তখনই আপনার জীবনের আনন্দ কমতে শুরু করবে।

আর মানুষের কাছে সব সময় কম আশা রাখবেন। মানুষের কাছে আপনি যত বেশি আশা রাখবেন আপনি তত বেশি ঠকবেন।

মানুষকে নিয়ে কম ভাবুন, মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে।

আপনি যদি আপনার সব চাইতে পছন্দের মানুষটার কাছেও খুব বেশি আশা রাখেন তাহলে আপনি সেখানেও ঠকবেন। খুব বাজে ভাবে ঠকে যাবেন। কারণ খুব বেশি আশা করলে সেটা পাওয়া হয়না।

প্রত্যাশাবিহীন জীবন সুন্দর। কারোর কাছে কোন আশা নেই আবার নিরাশা হওয়ার ভয়ও নেই।

আমার জন্য কে কি করলো, আর কে কি করলো না সেগুলো ভেবে আফসোস নেই। যা পেয়েছি তাতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আর যা পাইনি তা না পাওয়া ছিলো আল্লাহর তরফ থেকে আমার জন্য মঙ্গল।

আরও খবর

Sponsered content