সম্পাদকীয়

SIR” কথার বাস্তবিক অর্থ হলো “Slave I Remain”. যার বাংলা তরজমা করলে দাঁড়ায় আমি আপনার অনুগত দাস!!!

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২২ , ৫:০৮:১৬ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।একজন সাংবাদিক, সরকারী চাকুরীজীবীকে কি স্যার বলে সম্বোধন করা বাধ্যতামূলক?
না, মোটেই বাধ্যতামূলক নয়।

“SIR” কথার বাস্তবিক অর্থ হলো “Slave I Remain”. যার বাংলা তরজমা করলে দাঁড়ায় আমি আপনার অনুগত দাস।

ব্রিটিশরা খুব চালাকি করে এই পন্থাটি ভারতীয় কর্মচারীদের ওপর ব্যবহার করত। এরা চাইতো ভারতীয়রা সারা জীবন তাদের গোলাম অথবা দাস হয়ে থাকুক। কিন্তু সরাসরি যদি এই কথা ভারতীয়দের বলা হতো তাহলে বিদ্রোহ হবার সম্ভাবনা ছিল। এইজন্য শব্দের মাধ্যমে তারা এই কাজটি করে যেত।

ব্রিটিশরা সাধারণত তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে “Your Excellency”… এই ভাবে সম্ভব করত। ব্রিটিশরা চলে গেছে কিন্তু তাদের উচ্ছিষ্ট ভারতবর্ষে রেখে দিয়ে গেছে। আর এই “SIR” কথাটিও তাদের ওই উচ্ছিষ্টের একটি অংশ।

যদিও আমরা সকলেই এখনো আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে Sir বলেই সম্বোধন করি। কিন্তু সার্ভিস রেগুলেশনে কোথাও লেখা থাকেনা যে আপনার উর্দ্ধতন কর্তৃপক্ষকে Sir বলতেই হবে। কিন্তু বর্তমান সময়ে যেহেতু উর্দ্ধতন কর্তৃপক্ষকে তেল দেওয়া আমাদের অভ্যাস হয়ে গেছে তাই সবকিছু বুঝেও আমরা না বোঝার ভান করে থাকি।

আপনি যদি আপনার উর্দ্ধতন কর্তৃপক্ষকে নামের আগে Mr. যুক্ত করে সম্বোধন করেন তাহলে কোন বাধা নেই এবং আপনার উর্দ্ধতন কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। এখানে সরকারি অথবা প্রাইভেট চাকুরীজীবীর ব্যাপারে তেমন কোন ফারাক নেই।

বিঃদ্রঃ লেখাটি আমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বই পার্থ চট্টোপাধ্যায়ের “সাংবাদিকতা” বইয়ের।

বাংলাদেশ সংবিধান কি বলে ?

বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সবাই ‘কর্মচারী’। কোথাও ‘কর্মকর্তা’ শব্দটি নেই; কিন্তু একজন জেলা প্রশাসককে ‘কর্মচারী’ বললে তিনি নিশ্চয়ই চটে যাবেন। এমনকি দ্বিতীয় শ্রেণির কোনো কর্মচারীও নিজেকে কর্মকর্তা বলেন।

২০১৮ সালে যে সরকারি চাকরি আইন করা হয়, সেখানেও লেখা হয়েছে ‘প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কর্মচারী’। অর্থাৎ ‘কর্মকর্তা’ বলে কোনো শব্দ নেই।

সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী, সব সময় জনগণের সেবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। এই বিধানের আলোকে ২০১৮ সালে সরকারি কর্মচারী আইনটি করা হয়, যার প্রথম অধ্যায়ের ১৬ ধারায়ও ‘সরকারি কর্মচারী’ অর্থ লেখা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি।

সংবিধানের ১৫২ অনুচ্ছেদে ‘সরকারি কর্মচারী’ অর্থ লেখা হয়েছে- ‘প্রজাতন্ত্রের কর্মে বেতনাদিযুক্ত পদে অধিষ্ঠিত বা কর্মরত কোনো ব্যক্তি’।
এখানেও ‘কর্মকর্তা’ শব্দটি নেই।

ব্রিটিশ আইন মোতাবেক বর্তমানেও আইনটির কিছু অংশ বাংলাদেশও বিদ্যমান।

আপনি যদি আপনার উর্দ্ধতন কর্তৃপক্ষকে নামের আগে Mr / জনাব যুক্ত করে সম্বোধন করেন তাহলে কোন বাধা নেই ।
এবং আপনার উর্দ্ধতন কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না।

আরও খবর

Sponsered content