সম্পাদকীয়

বন্ধু বলো,আর প্রিয় মানুষ বলো,এইগুলা কচুপাতার পানির মতো!

  প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২২ , ৫:০৪:২৩ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।যখন কেউ তোমাকে নিজের চাহিদা মতো ব্যাবহার করতে পারবে না!তখনই বলবে,তুমি বদলে গেছ।কারও কথা মতো চলা যখন তুমি বন্ধ করে দিবে। তখনই বলবে,তুমি প্রতারক।

মানুষ আসলে স্বার্থের কাঙ্গাল। তোমার দ্বারা যতদিন কারও স্বার্থ পূরণ হবে।ততদিন তুমি তার কাছে প্রিয় থাকবে।যখন তোমার দ্বারা স্বার্থের ব্যাঘাত ঘটবে তখন তুমি প্রতারক বা বিরক্তিকর মানুষ হয়ে যাবে।

তুমি যাদের প্রিয় মানুষ বলে রোজ মেসেজ দিয়ে কথা বল।তুমি নিজ থেকে মেসেজ না দিয়ে দেখ,তারা কেউ মেসেজ দিয়ে তোমার খোঁজ নিবে না।যে বন্ধুর বিপদে নিজের হাত খরচের টাকা তুলে দাও!তুমি বিপদে পরে দেখ তোমার জন্য তার কাছে কোনো টাকাই হবে না!

তোমাকে চারপাশের সবাই ভালোবাসে।যতদিন তোমার কাছে তাদের স্বার্থ হাসিল হয়।বন্ধু বলো,আর প্রিয় মানুষ বলো,এইগুলা কচুপাতার পানির মতো।হালকা বাতাসেই সব ছিন্ন ভিন্ন হয়ে যায়।নিঃস্বার্থ ভালোবাসা শিখতে যেয়ো না! বরং নিজের ভালো বুঝতে শিখ।নিজের স্বার্থটা কড়ায়-গণ্ডায় আদায় করতে শিখ।তবেই এই সমাজে ভালো থাকতে পারবে।

আরও খবর

Sponsered content