লেখক ও কলামিস্ট এবং মন্তব্য কলাম:-

মানুষ কল্পনাতেই বেশি সুখী

  প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২২ , ২:৪৭:৪৬ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।সারা গায়ে সাবান মাখার পরে দেখি শাওয়ার দিয়ে পানি পড়ে না!ট্যাঙ্কিতে পানি নাই। বাসায় বিদ্যুৎ নাই। টিউবওয়েল নাই। বউ নাই।ভাবতেছি, ইশ! এখন যদি একটা বউ থাকত তারে নিয়া টিউবওয়েলে যাইতাম। সে পানি তুলে দিত আর আমি গায়ে ঢালতাম। হঠাৎ ইচ্ছে করে তার মুখে সাবানের ফেনা মাখিয়ে দিতাম।কেউ একজন ঠিকই বলেছিল, “মানুষ কল্পনাতেই বেশি সুখী।”

আমিও কল্পনা করতেছি। এই মাঝরাতে আমি গোসল করতেছি। গায়ে সাবান মাখতেছি।বউ টিউবওয়েল চেপে পানি তুলে দিচ্ছে। আমি আঁড়চোখে তাকালে সে মতলব বুঝতে পেরে শাসন করে বলছে,”একদম ওইসব চিন্তা করবা না! আমি কিন্তু তোমার জন্য শীতের মধ্যে এত রাতে গোসল করতে পারব না!”

আরও খবর

Sponsered content