লেখক ও কলামিস্ট এবং মন্তব্য কলাম:-

ধেয়ে আসছে সামাজিক বিপর্যয়: –ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!

  প্রতিনিধি ১১ মার্চ ২০২৪ , ৪:৫২:৩৭ প্রিন্ট সংস্করণ

ডাঃ জাকিয়া সুলতানা।।৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন।ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে।আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷

তাদের যৌবনের চাহিদা,আবেগ,ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷আর স্বামীও তাদের মাঝে আনুগত্য,কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে।কারণ তার স্ত্রী ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে।তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও। সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ।এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে।বঞ্চিত হবে সংসার থেকেও।বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে সমাজব্যবস্থা ।
Dr. Zakia Sultana Gynecologist, obstetrician and surgeon.

আরও খবর

Sponsered content