সারাদেশ

কিছু জেলায় মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে

  প্রতিনিধি ২ মে ২০২৪ , ৫:৪৯:৪৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।আগামী শনিবার (৪ মে) খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান।তবে কিছু জেলায় মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে।আগামীকাল শুক্রবারের আবহাওয়া বার্তা জানার পর প্রেস রিলিজের মাধ্যমে সেসব জেলার নাম জানিয়ে দেয়া হবে।

বৃহস্পতিবার (২ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন,আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় শনিবারও কিছু জেলার মাধ্যমিক প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে।জেলাগুলোর নাম পরে জানানো হবে।

জানায় মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,তীব্র তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো।আগামী শনিবার থেকে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরু হবে।

এদিকে আজ বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সাংবাদিকদের জানান,তীব্র তাপপ্রবাহের ভেতর যেসব শর্তে বিদ্যালয়গুলো খোলা রাখার কথা,সেসব শর্তেই আগামী রোববার প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে।

আরও খবর

Sponsered content