খেলাধুলা

নির্বাচক কমিটিতে পরিবর্তন আসছে-বিসিবি

  প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৩ , ১:১৮:১৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।নির্বাচক কমিটিতে পরিবর্তন আনার পরিকল্পনাকে স্বাভাবিক প্রক্রিয়া বলছেন নাজমুল হাসান পাপন।বর্তমান কমিটির পারফরম্যান্স বিবেচনা বা বিশ্বকাপ ব্যর্থতার দায় দেওয়ার কিছু নেই বলে জানান বিসিবি সভাপতি।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে হতাশার সময়ে কেটেছে বাংলাদেশের।সেমি-ফাইনালের স্বপ্ন নিয়ে যাওয়া দলটি ৯ ম্যাচের ২টিতে জয় পায়।এমন ব্যর্থতায় ক্রিকেটার,কোচ, টিম ম্যানেজম্যান্ট নিয়ে চরম সমালোচনা হয়েছে।কাঠগড়ায় তোলা হয় নির্বাচন কমিটিকেও।অনেকদিন ধরেই গুঞ্জন, মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বদলে যাচ্ছে।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রদর্শনী ক্রিকেট ম্যাচের পুরস্কার দিতে আসা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এমন জানালেন।দীর্ঘদিন দায়িত্ব পালন করা কমিটিতে এবার পরিবর্তন আসা দরকার বলে মনে করেন তিনি।তবে কাউকে দোষী বা মিথ্যা অপবাদ দিয়ে যেন বাদ দেওয়া না হয়, সেদিকে সতর্ক বিসিবি প্রধান।

বর্তমান নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদীন।নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।এই কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। নতুন বছরে নির্বাচক কমিটি নতুন করে সাজানোর পরিকল্পনার বিসিবির।তবে পরিবর্তনের সঙ্গে এই নির্বাচক কমিটির পারফরম্যান্সের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

নতুন নির্বাচক কমিটি গঠনের কাজ চলছে।কমিটিতে থাকা দায়িত্বপ্রাপ্তরা নতুন নির্বাচকের নাম সুপারিশ করবেন।যাচাই-বাছাইয়ের ভিত্তিতে গঠন করা হবে নতুন নির্বাচক কমিটি। বিসিবির নির্বাচক হতে সাবেক ক্রিকেটার হতে হবে না। ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট যে কেউ আবেদন করতে পারবেন। নির্বাচক হতে সাবেক ক্রিকেটার হতে হবে কিনা,এমন প্রশ্নের উত্তরে পাপন বলেন,এই রকম আসলে কিছু নাই।’

নির্বাচক কমিটিতে পরিবর্তন আনার পরিকল্পনাকে স্বাভাবিক প্রক্রিয়া বলছেন বিসিবি সভাপতি।বর্তমান কমিটির পারফরম্যান্স বিবেচনা বা বিশ্বকাপ ব্যর্থতার দায় দেওয়ার কিছু নেই বলে জানান তিনি।পাপনের ভাষায়,কোনো নির্দিষ্ট মানদণ্ড আসলে নেই। নির্বাচক প্যানেল বদলাতে পারে।এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। অনেক দিন হয়েছে।সব সময় পরিবর্তন হওয়াটা ভালো।তবে কাউকে দোষারোপ করে বাদ দেওয়া,মিথ্যা অপবাদ দিয়ে বাদ দেওয়া- এটা খুব খারাপ একটা উদাহরণ তৈরি হবে।’

সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল নির্বাচক হতে আগ্রহী, বাংলাদেশের ক্রিকেটে এমন আলোচনা আছে।

এ বিষয়ে পাপন বলেন, ‘আমাদের একটা কমিটি আছে, ওই কমিটি আমাদের কাছে নাম প্রস্তাব করবে।উনারা দেখবেন কারা কারা আগ্রহী এবং তাদের (কমিটি) পছন্দ কী।সেটা নিয়ে বোর্ডে আলোচনা হবে।সেখান থেকে আমরা নির্বাচন করব।কে কে হবে,কে আসবে,এই মুহূর্তে এটা বলা খুব কঠিন।তবে কারও যদি ইচ্ছা থাকে,তাহলে সে প্রকাশ করতে পারে।কোনো সমস্যা নেই।’

জাতীয় সংসদ নির্বাচনের কারণে নিজ এলাকায় ব্যস্ত সময় পার করছেন পাপন,৭ জানুয়ারির আগে তার এই ব্যস্ততা শেষ হচ্ছে না।বিপিএলের মাঝে নতুন নির্বাচক কমিটি চূড়ান্ত হবে বলে জানান বিসিবি সভাপতি।তিনি বলেন,নির্বাচক প্যানেল নিয়ে আমাদের চিন্তা… আমি তো ৮ তারিখের আগে ঢাকায় ফেরত আসতে পারছি না।আমি (কিশোরগঞ্জ) চলে যাচ্ছি।একবারে নির্বাচন শেষ করে,ফলাফল ঘোষণা হওয়ার পরই আসতে হবে।এরপর বোর্ড সভা করে আমরা সিদ্ধান্ত নেব,যতো দ্রুত সম্ভব।পারলে ২-৩ দিনের মধ্যে নিয়ে নেব,বিপিএলের মধ্যেই।’

২০১১ সাল থেকে নির্বাচকের দায়িত্ব পালন করে আসছেন মিনহাজুল আবেদীন। ২০১৬ সালের জুনে সাবেক এই অধিনায়ককে নির্বাচক করা হয়।এরপর থেকে পদটিতে আর পরিবর্তন আসেনি।হাবিবুল বাশারও ২০১১ সাল থেকে নির্বাচক। ২০২১ সালে এসে নির্বাচক কমিটিতে জায়গা হয় রাজ্জাকের।এই কমিটির মেয়াদ বাড়ানো হচ্ছে না,তবে তাদেরকে সম্মানের সঙ্গে বিদায় দিতে চায় বিসিবি।

আরও খবর

Sponsered content