খেলাধুলা

১১৯ রান নিয়ে দিন শুরু করা লঙ্কানদের শুরুতেই ধাক্কা দিয়েছিল বাংলাদেশ

  প্রতিনিধি ২৪ মার্চ ২০২৪ , ৪:৫৯:৪৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।গতকাল বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার ছিলেন নাইট ওয়াচম্যান তাইজুল ইসলাম।গতকাল শ্রীলঙ্কাও নামিয়েছিল নাইটওয়াচম্যান। ১১৯ রান নিয়ে দিন শুরু করা লঙ্কানদের শুরুতেই ধাক্কা দিয়েছিল বাংলাদেশ। ১২৬ রানে ষষ্ঠ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা।বিশ্ব ফার্নান্দোকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন খালেদ আহমেদ।

কিন্তু নাইটওয়াচম্যান বিদায় নেওয়ায় নামেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিস।সঙ্গী তাঁর আরেক সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভা।দুজনে মিলে প্রথম সেশনে বাংলাদেশের বোলারদের নাভিশ্বাস তুলে ফেলেছেন। ৬ উইকেটে ২৩৩ রানে বিরতিতে গেছে শ্রীলঙ্কা।

এরই মধ্যে ৩২৫ রানের লিড পেয়ে গেছে শ্রীলঙ্কা।টেস্টে তাড়া করতে নেমে বাংলাদেশের রেকর্ডটি এর চেয়ে ১০৮ রান কম। চতুর্থ ইনিংসে বাংলাদেশ ৩২৫ এর বেশি রান তুলেছেই মাত্র দুবার। ২০০৮ সালে মিরপুরে ৪১৩ রান তুলেও বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরেছিল ১০৭ রানে।

সিলেটের উইকেট প্রথম দুই দিন যে পারফরম্যান্স দেখিয়েছে, তাতে এখানে তিন শ ছাড়ানো লক্ষ্য নাগালের বাইরে বলে মেনে নিয়েছে দুই দলই। যদিও ধনঞ্জয়া ও কামিন্দুর ব্যাটিং দেখে অন্য কিছু মনে হয়েছে।আলোকস্বল্পতা ও বাতাস মিলে আজও পেস-পান্ধব কন্ডিশন থাকবে মনে হয়েছে, কিন্তু ইতিবাচক ব্যাটিংয়ে উলটো স্বাগতিক বোলারদের ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছেন তাঁরা।

মেহেদী হাসানকে টানা দুই ছক্কা ছাড়াও আটটি চার মেরে ৮৫ রানে অপরাজিত আছেন ধনঞ্জয়া।ওদিকে সেশনের একদম শেষ বলে ফিফটি করে ফেলেছেন মেন্ডিসও।

আরও খবর

Sponsered content