খেলাধুলা

বাংলাদেশ দলে ফিরেছেন-সাকিব আল হাসান

  প্রতিনিধি ২৬ মার্চ ২০২৪ , ৪:৩৬:০৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে ফিরেছেন সাকিব আল হাসান।তাওহিদ হৃদয়ের জায়গায় ফিরেছেন সাকিব।এ ছাড়া চোটের কারণে নেই পেসার মুশফিক হাসান,তাঁর জায়গায় চট্টগ্রাম টেস্টের দলে নেওয়া হয়েছে হাসান মাহমুদকে।

৩০ মার্চ চট্টগ্রামে শুরু হতে যাওয়া টেস্টের জন্য আজ দল ঘোষণা করেছে বিসিবি।সর্বশেষ গত বছর এপ্রিলে দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের পর প্রথম টেস্টের দলেও ছিলেন না সাবেক এ অধিনায়ক।সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফেরেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে সাকিবই ছিলেন বাংলাদেশের অধিনায়ক।ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছিলেন,অধিনায়ক ছিলেন সেখানেও। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে তিন সংস্করণেই নাজমুল হোসেনকে অধিনায়কত্ব দেয় বিসিবি।তাঁর নেতৃত্বে এবার প্রথমবার খেলতে যাচ্ছেন সাকিব।

সাকিব ফেরায় দলে সুযোগ হয়নি হৃদয়ের।প্রথম টেস্টের দলেও প্রাথমিকভাবে ছিলেন না এ ব্যাটসম্যান,সুযোগ পেয়েছিলেন আঙুলের চোটে ছিটকে যাওয়া মুশফিকুর রহিমের জায়গায়।সিলেটে প্রথম টেস্টে হৃদয়ের অভিষেক হয়ে যাবে—এমন আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।ফলে সাদা পোশাকে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষা বাড়ল তাঁর।

প্রথম টেস্টে সুযোগ পাননি পেসার মুশফিক হাসানও, অভিষেকের অপেক্ষা বাড়ছে তাঁরও।অ্যাঙ্কুলের চোটে পড়ে এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এই পেসারকে। তাঁর জায়গায় দলে আসা হাসানেরও এখনো টেস্ট অভিষেক হয়নি।সীমিত ওভারে এখন পর্যন্ত ৩৯টি ম্যাচ খেলেছেন এ পেসার।শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজের দলে অবশ্য ছিলেন না।

সিলেটে প্রথম টেস্টে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হারে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল

নাজমুল হোসেন (অধিনায়ক),জাকির হাসান,মাহমুদুল হাসান,সাদমান ইসলাম,লিটন দাস,মুমিনুল হক,সাকিব আল হাসান,শাহাদাত হোসেন,মেহেদী হাসান মিরাজ,নাঈম হাসান, তাইজুল ইসলাম,শরীফুল ইসলাম,খালেদ আহমেদ,নাহিদ রানা ও হাসান মাহমুদ।

আরও খবর

Sponsered content