খেলাধুলা

ভারত শিরোপা জেতেনি,টসের সিদ্ধান্ত বাতিল

  প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৪ , ৪:৩০:০৫ প্রিন্ট সংস্করণ

নাটক দেখেছে ম্যাচ।এরপর টাইব্রেকারে হলো চরম নাটক। টাইব্রেকারে দুই দলের ১১ শট শেষেও সমতা থাকায় ম্যাচ কমিশনারের সঙ্গে সিদ্ধান্তের পর টসের আয়োজন করেন রেফারি,তাতে জেতে ভারত।এ নিয়ে বিতর্ক হয়েছে।টসের আগে আপত্তি না জানালেও টসের ফল আসার পর বাংলাদেশ দল ক্ষোভ জানিয়েছে।

কমলাপুর স্টেডিয়ামে আজ অনুর্ধ্ব-১৯ সাফের ফাইনালে এরপর এখন আবার হচ্ছে মহানাটক!ম্যাচ কমিশনারের সিদ্ধান্তে ইউ-টার্ন এসেছে।ম্যাচ কমিশনার জানিয়েছেন,টসের সিদ্ধান্ত বাতিল করা হচ্ছে।অর্থাৎ,ভারত শিরোপা জেতেনি।

তবে রেফারি ও ম্যাচ কমিশনারের সঙ্গে বাংলাদেশ দলের আলোচনা যখন চলছিল,ভারতের খেলোয়াড়েরা মাঠে বেশ কিছুক্ষণ উদ্‌যাপন করে এক পর্যায়ে মাঠ ছেড়ে চলে গেছেন। বাংলাদেশ দল এখনো মাঠে আছে।শোনা যাচ্ছে,ম্যাচ কমিশনার ৩০ মিনিট অপেক্ষা করবেন,এর মধ্যে ভারতীয় দল মাঠে না ফিরলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে বাংলাদেশকে।

আরও খবর

Sponsered content