সারাদেশ

প্রয়াত শ্রদ্ধাভাজন জননেতারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে জীবনের ঝুঁকি নিয়ে কঠিন ত্যাগ-তিতিক্ষায় নিবেদিত ছিলেন-শিক্ষামন্ত্রী

  প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৪ , ২:৫৬:৪৮ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম প্রতিনিধি।।শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘চট্টগ্রাম আওয়ামী লীগের প্রয়াত শ্রদ্ধাভাজন জননেতারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে জীবনের ঝুঁকি নিয়ে কঠিন ত্যাগ-তিতিক্ষায় নিবেদিত ছিলেন।তারা কোনও দিন অন্যায় ও অসত্যকে পরোয়া করেননি এবং প্রতিকূল সময়েও পরাজয় মানেননি।এই পরীক্ষিত জননেতারা শুধু চট্টগ্রাম নয়, সারা দেশের শ্রেষ্ঠ মানবসম্পদ।’

শনিবার (২০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম আওয়ামী লীগের প্রয়াত নেতাদের কবর জিয়ারত ও মোনাজাত শেষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিক্ষামন্ত্রী।শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এ দেশের প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তারা সচেষ্ট ছিলেন এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে পরীক্ষিত এই জননেতারা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।তাদের পথ ধরেই আমাদের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ’৭১-র পরাজিত শক্তি ও তাদের বিদেশি প্রভুরা অতীতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে,এখনও করছে এবং ভবিষ্যতেও করবে। এই ষড়যন্ত্র বারবার ব্যর্থ হয়েছে এবং বাংলার মাটিতেই ষড়যন্ত্রকারীদের কবর রচিত হবে।’

এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘এ দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে,জনগণেরও বিজয় হয়েছে এবং শেখ হাসিনার বিজয় হয়েছে।জননেত্রী শেখ হাসিনা টানা চারবার ও মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে দেশের মর্যাদা ও সম্মানকে যে উচ্চতায় পৌঁছে দিয়েছেন তাতেই ঈর্ষান্বিত দেশি-বিদেশি চক্রান্তকারীরা এখনও নানামুখী ষড়যন্ত্রের বীজ বপন করছে। এই বীজ সমূলে উৎপাটন করতে হবে।’

চট্টগ্রামের প্রয়াত জননেতা মরহুম এমএ আজিজ, জহুর আহমেদ চৌধুরী,এমএ হান্নান,আতাউর রহমান খান কায়সার,ইসহাক মিয়া,এমএ মান্নান,এমবিএম মহিউদ্দিন চৌধুরী,কাজী ইনামুল হক দানুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনকালে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে আরও উপস্থিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন,সহসভাপতি আলহাজ নঈম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা আলহাজ সফর আলী,সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নোমান আল মাহমুদ,শফিক আদনান,চৌধুরী হাসান মাহমুদ হাসনি,প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুক,তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী,শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া,চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের এমএ লতিফ এমপি,উপপ্রচার সম্পাদক শহিদুল আলম প্রমুখ।

আরও খবর

Sponsered content