সারাদেশ

পটুয়াখালীতে নাশকতায় জড়িত সন্দেহে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২২ , ১২:১৬:৫৯ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়ন ভূমি অফিসের পুকুর পাড়ে ককটেল বিস্ফোরণ এবং পরিত্যক্ত অবস্থায় আরও সাতটি ককটেল-পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় জড়িত থাকার সন্দেহে মাসুদ রানা নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) রাত ১১টায় শহরের কলেজ রোডে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ রানা গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গায়েন জানান,গতকাল রাত দশটার দিকে গলাচিপা সদর ইউনিয়ন ভূমি অফিসের পুকুর পাড় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। তিনি আরও জানান, পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করে।ওই রাতেই পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

এর ধারাবাহিকতায় এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মাসুদ রানাকে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে।

আরও খবর

Sponsered content