লেখক ও কলামিস্ট এবং মন্তব্য কলাম:-

অপ্রয়োজনীয় কথা না বলার চেষ্টা করবেন

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২২ , ২:৪৯:১৯ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।। গীবত, পরনিন্দা ও ফ্যাসাদ থেকে পরিত্রাণ পেতে কথা কম বলবেন, অপ্রয়োজনীয় কথা না বলার চেষ্টা করবেন।

– অপরজন কথা বলার সময় চুপ করে শোনবেন তার দিকে তাকিয়ে, এবং নিজে বলার সময় তার চোখের দিকে বা মুখের দিকে তাকিয়ে বলবেন।

– কথায় শালীনতা বজায় রাখবেন, আগ বাড়িয়ে একান্তই ব্যক্তিগত প্রশ্ন করবেন না।

– যে বিষয়ে আপনি অল্প জানেন সে বিষয়ে ভাব নিয়ে অধিক পান্ডিত্ব দেখাতে যাবেন না। সরাসরি বলে দিবেন এ বিষয়ে আপনার ধারণা নেই/কম।

– কথা বলার সময় অতিরিক্ত এক্সাইটেড হবেন না। এক্সাইটমেন্ট নিজের ভিতর রাখুন।

– হাসির ব্যাপার হলে পরিমিত হাসি হাসুন। হাসি মুখে কথা বলবেন, তার মানে দাঁত বের করে না, মুচকি হাসি।

– কারো প্রশ্ন না বুজলে আবার জিজ্ঞেস করে নিন, প্রশ্ন না বুঝে ভুলভাল উত্তর দিবেন না।

– সকল মানুষ সম্মানিত, তাই সবাইকে সম্মান দিয়ে কথা বলুন।

আরও খবর

Sponsered content