লেখক ও কলামিস্ট এবং মন্তব্য কলাম:-

খুব সাধারণ একটা ছেলে বিয়ে করবো-মনি

  প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২২ , ১:৫২:৫৫ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।উচ্চতায় ছয় ফিট, ফর্সা গড়নে চাপদাড়ি কিংবা কর্পোরেট অফিসের বড় অফিসার হতে হবে না তবে ব্যাক্তিত্বে হতে হবে পরিপূর্ণ, মানসিকতায় হতে হবে ষোল আনাই খাঁটি।

বিবাহবার্ষিকী কিংবা জন্মদিনে দামী দামী উপহার দিতে হবে না আমি রাস্তার পাশের এক প্লেট ফুচকা কিংবা খোঁপাতে গুঁজে দেয়া একটা কাঠগোলাপেই আনন্দ খুঁজে নেবো, জড়িয়ে ধরে কপালে আঁকা তার ভালোবাসার চুম্বনে পৃথিবীর শান্তি অনুভব করবো।

মাসে মাসে দামী শাড়ী, হ্যাংআউটে হাই বাজেটের ট্যুর না দিলেও চলবে তবে মাঝেমধ্যেই শিশির ভেজা সকালে কিংবা হাস্যোজ্জ্বল কোন পড়ন্ত বিকেলে হাতে হাত রেখে হাঁটার মাঝেই তৃপ্তি খুঁজে নেবো, হুটহাট কোন পালতোলা নৌকাতে কিংবা ঝুম বৃষ্টিতে ভিজে দু’হাত ভরে সুখ কুড়িয়ে নেবো।

আমি না হয় তার সল্প আয়েই মাস কাভারে অভ্যস্ত হবো, মাস শেষে হাত খরচের টাকা বাঁচিয়ে টুকটাক শখ পূরণ করবো, রেস্টুরেন্টে খাওয়ার বদলে ইউটিউব ঘেঁটে ঘেঁটে আমার আনাড়ি হাতের রান্না খাওয়াবো, সমান ভাবে আর্থিক সাপোর্ট দিতে না পারি দিনশেষে না হয় মানুষটাকে মানসিকভাবে আস্বস্ত করবো তবুও,ছোট্ট এই জীবনটা পার করতে আমি একটা সাধারণ ছেলেকেই বেছে নিবো যে দিনশেষে শুধু আমাকেই ভালোবাসবে, শত ঝড়-ঝাপটাতেও আমার প্রতি সম্মানটা অক্ষুণ্ণ রাখবে আর আমিও সারাদিন ব্যস্ততার শেষে বালিশে মাথা রেখে মুচকি হেসে নিশ্চিন্তে ঘুমোবো আর ভাববো, “এই মানুষটা শুধুই আমার, আমার একান্ত ব্যক্তিগত সম্পত্তি।”

আরও খবর

Sponsered content