ব্যবসা ও বাণিজ্য সংবাদ

আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশীয় বাজারে কমেছে সোনার দাম

  প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ২:৩৪:৩৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।প্রতিদিনই সোনার দাম কমে কিংবা বাড়ে। এই দামের কমা কিংবা ১২ আন্তর্জাতিক বাজারে সোনার দামের বৃদ্ধি এবং রাশির উপর নির্ভরশীল। তাই এবার আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশীয় বাজারেও কমল সোনার দাম। অন্যদিকে দাম বেড়েছে রুপোর ৷ ১৮ অক্টোবর মঙ্গলবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ১৩১ টাকা কমে (০.২৬ শতাংশ) প্রতি ১০ গ্রামে ৫০,৩৪২ টাকা হয়েছে ৷ তবে সোনার দাম কমলেও বেড়েছে রুপোর দাম। সকাল ন টায় রুপোর দাম ১২৫ টাকা (০.২২ শতাংশ) বেড়ে প্রতি কিলোতে ৫৬,৪৩২ টাকায় ট্রেড করা হয়েছে৷

গতকাল অর্থাৎ সোমবার এই সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। পাশাপাশি রুপোর দামও কম ছিল না। রুপোর দাম আজকে না কমলেও সোনার দাম কমেছে। সোমবার এমসিএক্সে সোনার দাম ২৫৬ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫০,৫১৬ টাকায় মার্কেট বন্ধ হয়েছিল৷ এই অবশ্যই ডিসেম্বর মাসের জন্য। এবার দিল্লির সরাফা বাজারে স্পট গোল্ড ও সিলভার সস্তা হয়েছে ৷ মঙ্গলবার সোনা ও রুপোর দাম এমসিএক্সে কমে ট্রেড করতে শুরু করলেও কিন্তু কিছুক্ষণ পর দাম বেড়ে যায় রুপোর ৷

তবে গ্লোবাল মার্কেটে অর্থাৎ আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার সোনা ও রুপা দুটোরই দাম বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে সপ্ট গোল্ডের দাম ৫ ডলার বেড়ে প্রতি আউন্সে ১৬৫৩ ডলার হয়ে গিয়েছে ৷ রুপোর দাম ০.৪০ ডলার বেড়ে প্রতি আউন্সে হয়েছে ১৮.৭০ ডলার ৷

সরাফা বাজারে সোনা ও রুপোর দাম দেশের বাজারে সোমবার সোনা ও রুপোর দাম কমেছে ৷ দিল্লির সরাফা বাজারে সোনার দাম ৪০ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫০,৮৩৩ টাকা হয়েছে, যেখানে বাজার বন্ধ হওয়ার সময় সোনার দাম ছিল ৫০,৮৭৩ টাকা ৷ সোমবার রুপোর দাম প্রতি কিলোতে হয়েছিল ৫৬,২৫৫ টাকা

আরও খবর

Sponsered content