অপরাধ-আইন-আদালত

শাহ আলী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে পেশাদার সাত ডাকাত গ্রেফতার

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২২ , ৪:২৫:১৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।গত শুক্রবার রাত আনুমানিক ১২ টার দিকে গোপন সংবাদের। ভিত্তিতে শাহ আলী থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম (পিপিএম) এর দিক-নির্দেশনায় এক দল পেশাদার ডাকাত দলকে গ্রেফতার করতে সক্ষম হন।এসআই রবিউল ইসলাম, এসআই অমিতাভ রায় ও এ এসআই মিজানুর রহমান সহ সঙ্গীয় অন্যান্য অফিসার।

শাহআলী থানাধীন মিরপুর-০১ বেরীবাধ হতে গোপন সংবাদের ভিত্তিতে শাওন ওরফে শাউন আহম্মেদ জয় (৩০),মোঃ আলী হোসেন ওরফে ফয়সাল ওরফে রফিক (৩৪),মোঃ সোহরাব ওরফে সোহরাব খা(৩৮),জাহিদুল ইসলাম (২২),রানা মিয়া (৩২),মোঃ আব্বাস (৩০),মোঃ রাসেল হোসেন (২৫) এদেরকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতির প্রস্তুতিকালে ০১ (এক) টি সাদা রং এর পিকআপ , চা পাতি ০২ (দুই)টি, চাকু-০৪ (চার)টি, স্টিলের পাইপ-০১ টি, লোহার রড-০১ টি, কালো রংয়ের রশি-০৩ টি, গামছা-০১ টি, মোবাইল ফোন-০৫ টি, উদ্ধার করা হয়।

আসামীরা সংঘবদ্ধ পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য।

শাওন ওরফে শাউন আহম্মেদ জয় (৩০) এর বিরুদ্ধে ধামরাই থানার মামলা নং-১২, তারিখ ১০/০২/২০২১ ধারা-৩৯৪ পেনাল কোড,রুপগঞ্জ থানার মামলা নং-১১(১২)২০, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড,
মোঃ আলী হোসেন ওরফে ফয়সাল ওরফে রফিক (৩৪), এর বিরুদ্ধে ধামরাই থানার মামলা নং-১২, তারিখ ১০/০২/২০২১ খ্রিঃ ধারা-৩৯৪ পেনাল কোড,রুপগঞ্জ থানার মামলা নং-১১(১২)২০, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড,
৩নং আসামী মোঃ সোহরাব ওরফে সোহরাব খা (৩৮) এর বিরুদ্ধে ডিএমপি এর রমনা থানার মামলা নং-২৭(০৫)১৩, ধারা-৩৯৫/৩৯৭/৪১২/১০৯ পেনাল কোড, ডিএমপি এর চক বাজার থানার মামলা নং-২(০৬)১৩, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড, ৩ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং-৬৭(১২)২১, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিঃ আইনের ৩৬ (১) এর ১৯(ক);
আসামী জাহিদুল ইসলাম (২২) এর বিরুদ্ধে ধামরাই থানার মামলা নং-১২, তারিখ ১০/০২/২০২১ খ্রিঃ ধারা-৩৯৪ পেনাল কোড,রুপগঞ্জ থানার মামলা নং-১১(১২)২০, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড, আসামীদের বিরুদ্ধে শাহআলী থানার মামলা নং ১১, তারিখ – ১২-১১-২০২২, ধারা- ৪১২/৩৯৯/৪০২ পেনাল কোড।

আরও খবর

Sponsered content