জাতীয়

ভূমি ও গৃহহীনদের মাঝে জমিসহ আরও ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর করেছেন-প্রধানমন্ত্রী,শেখ হাসিনা

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২২ , ৩:৫৮:২৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সারা দেশে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ভূমি ও গৃহহীনদের মাঝে জমিসহ আরও ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি ভূমিহীন-গৃহহীনদের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করে প্রধানমন্ত্রী বেশকিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন।

তিনি বলেছেন, দল-মত নির্বিশেষ বাংলাদেশে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না। তিনি বলেন, যিনিই গৃহহীন থাকবেন, তাকেই ঘর করে দেওয়া হবে। দল-মতের ভিন্নতা থাকতে পারে; কিন্তু তাতে কিছু যায়-আসে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেহেতু দেশটির প্রত্যেক নাগরিকের দায়িত্ব তার। প্রত্যেকেই সুন্দরভাবে বাঁচবে, সেটাই তিনি চান বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

আরও খবর

Sponsered content