অপরাধ-আইন-আদালত

বরিশাল মেট্রপলিটন এলাকায় গত মার্চ মাসে ২০৩টি, জেলায় ১৫২টি অপরাধ সংঘটিত

  প্রতিনিধি ৩১ মে ২০২২ , ১২:২১:৩৮ প্রিন্ট সংস্করণ

মোঃ জিয়াউদ্দিন বাবু ॥ গত মার্চ ২০২২ মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ২০৩টি অপরাধ সংঘটিত হয়েছে। অপর দিকে ফেব্রুয়ারি ২২ সালে ১৫০টি অপরাধ সংঘটিত হয়েছে। মহানগরে ২০২১ সালের মার্চে অপরাধ সংঘটিত হয়েছে ১২৬টি। বরিশাল জেলায় মার্চ (২০২২) মাসে অপরাধ সংঘটিত হয়েছে ১৫২টি, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ১২১টি, মার্চ (২০২১) অপরাধ সংঘটিত হয়েছে ১৪২টি।

বরিশাল জেলা আইন শৃংখলা কমিটি মার্চ-২০২২ এ অনুষ্ঠিত সভায় এ তথ্য দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সভায় সদস্য সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুল রহমান খান গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।

এতে দেখা যায় বরিশাল মেট্রোপলিটন এলাকায় গত মার্চ মাসে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৬টি, সিঁদেল চুরি ৫টি, চুরি ১০টি, অস্ত্র আইন ১টি, মাদকদ্রব্য ১০৮টি, দ্রুত বিচার ১টি, শিশু নির্যাতন ১৩টি, অন্যান্য ৫৯টি নিয়ে মোট ২০৩টি অপরাধ সংঘটিত হয়েছে। অপর দিকে ফেব্রুয়ারি (২০২২) মাসে খুন ১টি, সিঁদেল চুরি ৭টি, চুরি ১৫টি, মাদক দ্রব্য ৮২টি, শিশু নির্যাতন ৬টি, অন্যান্য ৩২টি সহ ১৫০টি অপরাধে মামলা হয়েছে। মার্চ ২১ দস্যুতা ১টি, খুন ২টি, সিঁদেল চুরি ৫টি, চুরি ৫টি, নারী নির্যাতন ৫টি, অস্ত্র আইনে ১টি, মাদকদ্রব্য ৭১টি, পুলিশ আক্রান্ত ৩টি, শিশু নির্যাতন ৩টি, অন্যান্য ৩০টি অপরাধ সহ ১২৬টি অপরাধে মামলা হয়েছে। বরিশাল জেলায় মার্চ ২০২২ সালে অপরাধ সংঘটিত হয়েছে ডাকাতি ১টি, খুন ২টি, সিঁদেল চুরি ১টি, মাদকদ্রব্য ৪৩টি, পুলিশ আক্রান্ত ২টি, দ্রুতবিচার ১টি, শিশু নির্যাতন ৮টি, ধর্ষণ ২টি, অন্যান্য ৭৩টি সহ ১৫২টি অপরাধ সংঘটিত এবং মামলা হয়েছে।

অনুরূপ ভাবে মার্চ (২০২১) এ অপরাধ হয়েছে মোট ১৪২টি, এর মধ্যে খুন ৫টি, সিঁদেল চুরি ২টি, চুরি ৫টি, নারী নির্যাতন ১০টি, মাদকদ্রব্য ৪৩টি, ধর্ষণ ৩টি অন্যান্য ৭৪ টি সহ মোট ১৪২টি অপরাধ হয়েছে।

অপরদিকে ফেব্রুয়ারি (২০২২) সনে বরিশাল জেলায় ১২১টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে খুন ২টি, চুরি ১টি, নারী নির্যাতন ৯টি, মাদকদ্রব্য ৪২টি, পুলিশ আক্রান্ত ১টি, দ্রুত বিচার ১টি, শিশু নির্যাতন ২টি, ধর্ষণ ৩টি অন্যান্য ৬০টি সহ অপরাধ সংঘটিত হয়েছে ১২১টি।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, বিগত মাসের তুলনায় নারী ও শিশু নির্যাতন মামলা বৃদ্ধি পেয়েছে যা লক্ষণীয়।

সাংবাদিক এস এম ইকবাল বলেন, বরিশালে বেশ কিছু নোটারী পাবলিক রয়েছে বিবাহ নোটারী করছেন যা আইন সম্মত নয়। উক্ত বিবাহ নোটারীর ফলে নারী ও শিশু মামলা সমূহ বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

আরও খবর

Sponsered content