অপরাধ-আইন-আদালত

ড. ইউনূসের পুরস্কার গ্রহণ করা গাজায় গণহত্যা সমর্থনের সামিল

  প্রতিনিধি ২৮ মার্চ ২০২৪ , ৫:০৭:০৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ইসরায়েলি ভাস্করের কাছ থেকে ড. ইউনূসের পুরস্কার গ্রহণ করা গাজায় গণহত্যা সমর্থনের সামিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

সম্প্রতি সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন,২ বাংলাদেশি ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ গুলি করে।বাংলাদেশের পক্ষ থেকে আগে থেকেই সীমান্তে হত্যা বন্ধে অনুরোধ করা হয়েছে।বিজিবি প্রতিবাদ জানিয়েছে,পতাকা বৈঠকও করেছে। তবে এখনো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রতিবাদ করা হয়নি।’

সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি এমভি আব্দুল্লাহর বিষয়ে হাছান মাহমুদ বলেন,জাহাজ ও নাবিকদের উদ্ধারে নানামুখী তৎপরতা চালাচ্ছে সরকার।নাবিকদের খাদ্যের সংকট অতীতেও হয়নি।এখনো হবে না।’

ড. ইউনূসের সম্প্রতি পুরস্কার গ্রহণের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন,ইসরায়েলি ভাস্করের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন ড. ইউনূস।এই সময়ে ইসরালি ভাস্করের কাছ থেকে পুরস্কার গ্রহণ করা আর গাজায় গণহত্যাকে সমর্থন করার সামিল। ইউনূস সেন্টার থেকে বরাবরের মত মিথ্যাচার করা হয়েছে। তবে গাজায় যখন নারী শিশুদের হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের পরও কোনো প্রতিবাদ জানাননি ইউনূস।’

আরও খবর

Sponsered content