অপরাধ-আইন-আদালত

ন্যাশনাল ব্যাংকে রাতে টাকা উত্তোলনে ম্যানেজারকে ব্যাখ্যার নির্দেশ

  প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ২:৩৭:৪৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ন্যাশনাল ব্যাংক লিমিটেডের গুলশান শাখায় রাত ৮টার পর ২২ কোটি ৬০ লাখ টাকা উত্তোলনের ঘটনায় ম্যানেজারকে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৪ মে) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত খানের দ্বৈত বেঞ্চের আদালতে সশরীরে হাজির হন ব্যাংকের শাখা ম্যানেজার।

টাকা উত্তোলনের ঘটনা আদালতে স্বীকার করে তিনি বলেন, জরুরি প্রয়োজনেই টাকা ওঠাতে দেয়া হয়েছিল।

গত ২৮ ডিসেম্বর ব্যাংকিং লেনদেনের সময়সূচি শেষ হয়ে গেলেও ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখা থেকে রাত ৮টার পর এক গ্রাহককে নগদ ২২ কোটি ৬০ লাখ টাকা দেয়া হয়।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ব্যাংক থেকে রীতিনীতি বহির্ভূতভাবে রাতে টাকা তুলে নেয়ার ঘটনাটিকে অপরাধ হিসেবে চিহ্নিত করে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

আরও খবর

Sponsered content