সারাদেশের খবর

অনুমতি ছাড়াই প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ

  প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৪ , ৬:২৫:২৮ প্রিন্ট সংস্করণ

রবিউল ইসলাম রবি।।অনুমতি ছাড়াই বিদ্যালয়ের সরকারী গাছ কর্তনের অভিযোগ উঠেছে ৪৮ নং দক্ষিণ-পশ্চিম পুটিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের বিরুদ্ধে।

জানুয়ারি মাসের শেষের দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।এতে চরম বিক্ষুব্ধ হয়েছেন ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকাবাসী।এ ঘটনায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন।অভিযোগের বিষয়ে সরেজমিনে খোঁজ খবর নিতে গিয়ে ঘটনার সত্যতাও পায় উপজেলা প্রশাসন।

জানা গেছে,৪৮ নং দক্ষিণ-পশ্চিম পুটিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে কোেনা আলোচনা না করে গত ২৮ জানুয়ারি অনুমতিবিহীনভাবে সরকারী গাছ কর্তন করান।যেটি সম্পূর্ণ বেআইনি।

এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি রেজোয়ান তালুকদার বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না, প্রধান শিক্ষক গোলাম কবির তিনি আমাকে কিছুই জানাননি।এ ঘটনায় সুষ্ঠ তদন্তের দাবী জানিয়ে ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কাওসার তালুকদার জানান,অনুমতিবিহীনভাবে সরকারী গাছ কর্তন করা বেআইনি। প্রধান শিক্ষক এটি করতে পারেন না।তিনি জানান পরিবেশ ভারসম্য রক্ষা সৌদর্য্য বর্ধন,ও শিক্ষার্থীদের গাছের ছায়ায় বিশ্রামের আর কোনো সুযোগ রইল না।

কাওসার তালুকদার আরও জানান,আমরা রাজাপুর থানার ওসিকে জানিয়েছি তারা পুলিশ পাঠিয়েছে।কিন্তু এ বিষয়ে এখনও কোনো অগ্রগতি নাই।গালুয়া উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ জানান,আমি এ বিষয়ে জানি না, আগামীকাল খোঁজ নিয়ে দেখবো কি ঘটনা ঘটেছে।

আরও খবর

Sponsered content