সারাদেশের খবর

চুয়াডাঙ্গায় বিজিবির অভিজানে ২৩ স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৩ , ৮:২৮:০১ প্রিন্ট সংস্করণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলো দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের পিন্টু বিশ্বাস ও ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সিয়াস হোসেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে জেলার জীবননগর উপজেলার উথলী এলাকায় দুপুরে অভিযান চালায় বিজিবি।

এ সময় দু’জন সন্দেহভাজন ব্যক্তি ইজিবাইকযোগে উথলী থেকে সীমান্তের দিকে যাওয়ার সময় তাদের আটক করা হয়।ইজিবাইকটি তল্লাশি করে উদ্ধার করা হয় ২৩টি স্বর্ণের ফ্লাটবার।

যার ওজন ৫ কেজি ১৯৭ দশমিক ৯৭ গ্রাম । আটক সোনার বাজার মূল্য চার কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৫২০ টাকা।

স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচার করা হচ্ছিল।আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করা হয়েছে।

আরও খবর

Sponsered content