অর্থনীতি

গ্রামীণ ব্যাংকে ড. ইউনূসের কোনো ধরনের মালিকানা বা শেয়ার নেই-চেয়ারম্যান,অধ্যাপক এ কে এম সাইফুল মজিদ

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৪ , ৪:৩৮:১৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।গ্রামীণ ব্যাংকে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. ইউনূসের কোনো ধরনের মালিকানা বা শেয়ার নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম সাইফুল মজিদ।

সাইফুল মজিদ বলেন,গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ৫১-৫২টি। প্রতিষ্ঠানের মালিক সরকার এবং ঋণদাতা জনগন
শনিবার বিকালে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

অধ্যাপক এ কে এম সাইফুল মজিদ আরও বলেন, ‘১৯৯০ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের বিভিন্ন খতিয়ান হারিয়ে গেছে।ড. ইউনূস যাওয়ার আগে এসব ধ্বংস ও বিলুপ্ত করে গেছেন।’

তিনি বলেন, ‘গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ ফান্ড, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ সামগ্রী, গ্রামীণ শক্তি; এই সাতটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ গঠন করেছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ ফান্ড- এই তিনটি কোম্পানি থেকে ড. ইউনূসের চেয়ারম্যান পদের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন নতুন করে চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকে ড. ইউনূস অভিযোগ করেন,গ্রামীণ ব্যাংক তাদের আটটি প্রতিষ্ঠান জবরদখল করেছে।তার এ অভিযোগ অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছে গ্রামীণ ব্যাংক।

আরও খবর

Sponsered content