অপরাধ-আইন-আদালত

৩০০ কোটি টাকা দামের ২৯ নম্বর বাড়িটির মালিকানা সরকারের আপিলেও বহাল

  প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ১২:০৮:৫৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।পরিত্যক্ত সম্পত্তি হিসেবে চিহ্নিত ধানমন্ডির ২ নম্বর রোডের প্রায় ৩০০ কোটি টাকা দামের ২৯ নম্বর বাড়িটির মালিকানা সরকারের বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

এই সম্পত্তির মালিকানা দাবি করে এস নেহাল আহমেদের লিভ টু আপিল খারিজ করে সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান বলেন, “ধানমন্ডির ওই বাড়িটি সরকারের বলে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন,আপিল বিভাগ আজ সেই রায় বহাল রেখেছেন।”

গত বছরের ২১ নভেম্বর প্রায় ৩০০ কোটি দামের ওই পরিত্যক্ত সম্পত্তি সরকারের বলে রায় দেয় হাইকোর্ট।

একইসঙ্গে তথ্য গোপন করে এই বাড়ির মালিকানা দাবি করে রিট দায়ের করায় সাংবাদিক আবেদ খানকে ১০ হাজার টাকা জরিমানা করে আদালত।

পৃথক দুটি রিট নিষ্পত্তি করে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেয়।

পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন এস নেহাল আহমেদ। সেই আবেদন সোমবার খারিজ হয়ে গেল।

আরও খবর

Sponsered content