অপরাধ-আইন-আদালত

দেশের প্রতিটি জেলায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযানের নির্দেশ দিয়েছেন-হাইকোর্ট

  প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২২ , ৪:০৮:০৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।দেশের প্রতিটি জেলায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি ও পুলিশ মহাপরিদর্শককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।একই সঙ্গে এটি বাস্তবায়ন করে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করে আদালত আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বাস্থ্য সচিব, বিএমডিসির মহাপরিচালক, স্বাস্থ্য মহাপরিদর্শক, পুলিশ মহাপরিদর্শক ও বিএমডিসির রেজিস্ট্রার তার জবাব দিতে বলেছেন।’

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জে আর খান রবিন।

আরও খবর

Sponsered content