আন্তর্জাতিক

২১০০ সালের মধ্যে বিশ্বের দুই-তৃতীয়াংশ হিমবাহ বিলুপ্ত হয়ে যাবে!

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৩ , ২:৫০:৩০ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।এক হাজার বছরের মধ্যে এবার সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র গ্রিনল্যান্ডের। উত্তর আমেরিকায় অবস্থিত এ দেশটি বিশ্বের শীতলতম জায়গাগুলোর মধ্যে একটি।তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে উষ্ণ হতে শুরু করেছে এখানকার তাপমাত্রাও।

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তি বিখ্যাত বৈজ্ঞানিক জার্নাল ‘নেচার’ এ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানান গ্রিনল্যান্ডের হিমবাহ,জলবায়ু ও তাপমাত্রা নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরা।

গবেষণায় দেখা যায়,১৯৯০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত গ্রিনল্যান্ডের তাপমাত্রা গড়ে দেড় ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তবে বর্তমানে সে গতি বেড়েছে।ধারণা করা হচ্ছে অদূর ভবিষ্যতে দেশটির অধিকাংশ হিমবাহ গলে যেতে পারে।

১৯৯৫ সালের একটি গবেষণায় দেখা যায়,গ্রিনল্যান্ডের তাপমাত্রা পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো বাড়ছে না।তবে ১৫ বছর পরের পর্যবেক্ষণে বিজ্ঞানীরা দেখতে পান,দেশটিতে তাপমাত্রা বেশ দ্রুত বাড়তে শুরু করেছে।

গত বছরের নভেম্বরে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছিল,পৃথিবী উষ্ণ হওয়ার পাশাপাশি বিশ্বের অনেক হিমবাহ ২০৫০ সালের মধ্যে পুরোপুরি গলে যেতে পারে।৫০টি জায়গার ১৮ হাজার ৬০০টি হিমবাহ নিয়মিত পর্যবেক্ষণ করেছে জাতিসংঘ।

তবে ২১০০ সালের মধ্যে বিশ্বের দুই-তৃতীয়াংশ হিমবাহ বিলুপ্ত হয়ে যাবে বলে অনুমান করছেন বিজ্ঞানীরা।সর্বশেষ ২০২২ সালের এক প্রতিবেদনে বলা হয়,বিশ্বের তাপমাত্রা এখন প্রাক-শিল্পায়নের যুগের চেয়ে ১ দশমিক ১৫ ডিগ্রি সেন্টিগ্রেড হারে বেড়েছে।তাছাড়া গত আটটি বছর ছিল পৃথিবীর বুকে সবচেয়ে উষ্ণতম সময়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়,বিজ্ঞানীদের মতে,গ্রিনল্যান্ডের তাপমাত্রা বৃদ্ধি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ভয়ংকর ফলাফল।বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে দেশটির বরফস্তর নিয়ে গবেষণা করছেন।এই প্রথম তারা সেখান তাপমাত্রা এমন আশঙ্কাজনকভাবে বাড়তে দেখলেন।

জার্মানির আলফ্রেড ওয়েজেনার ইনস্টিটিউটের বিজ্ঞানী মারিয়া হোরহোল্ড বলেন,আমরা ১৯৯০ থেকে ২০১১ সালের তাপমাত্রা পর্যালোচনা করেছি।আমাদের কাছে বিশ্ব যে প্রতিনিয়তই উষ্ণ হয়ে উঠছে তার প্রমাণ রয়েছে।

জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে বিশাল পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রবেশ করায় পৃথিবী গরম হচ্ছে।এরকম চলতে থাকলে প্রতি এক দশকে গ্রিনল্যান্ডের কয়েক ট্রিলিয়ন টন বরফ গলে যাবে।এখানকার বরফ গলে যাওয়ার গতিও বৃদ্ধি পেয়েছে।ফলে একমাত্র কার্বন নিঃসরণ কমানো গেলেই পৃথিবীকে বাঁচানো সম্ভব হবে।

আরও খবর

Sponsered content