কৃষি সংবাদ

অবৈধ বর্ধিতাংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ -রাজউক

  প্রতিনিধি ১৪ জুন ২০২৩ , ৫:৫৬:৫৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক রাজধানীর আফতাব নগর এবং বাড্ডা এলাকায় নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রোববার (১৪ জুন) সকালে এ অভিযান শুরু হয়ে দুপুর ৩টায় শেষ হয়। জোন-৪/১ এর আওতাধীন আফতাব নগর ও বাড্ডা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নকশা বহির্ভূত নির্মাণাধীন বহুতল ৩টি ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে ফেলা হয় এবং প্রতিটি ভবনের মালিকদের এক লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন,রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৪/১ এর আওতাধীন আফতাব নগর ও বাড্ডা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।রাজউকের থেকে অনুমোদন নেয়া এমন নকশা বহির্ভূত রয়েছে যে ভবনগুলো পেয়েছি এমন সব ভবনের বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।

এসময় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান, অথরাইজড অফিসার ইমরুল হাসান ও সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও ইমারত পরিদর্শকেরা উপস্থিত ছিলেন

আরও খবর

Sponsered content