প্রতিনিধি ৯ মার্চ ২০২৩ , ১:৩৯:৫১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবিতে আগামী ১৮ মার্চ (শনিবার) শিক্ষক সমাবেশের আয়োজন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সংগঠন ‘বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ’।এদিন সকালে রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে মাধ্যমিক স্তরের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ, শিক্ষকদের বদলি চালু,পুর্ণাঙ্গ উৎসব ভাতা দেয়াসহ মোট পাঁচ দাবিতে শিক্ষক সমাবেশ করার সিদ্ধান্দ নিয়েছেন সংগঠনটির নেতারা।এর আগে আগামী ১২ মার্চ (রোববার) দাবি আদায়ে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির নেতাদের মধ্যে আয়োজিত এক ভাচুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাস।সংগঠনটির কেন্দ্রীয় নেতারা দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠান প্রধানদের দাবিগুলো হলো,প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধানদের যথাক্রমে ষষ্ঠ গ্রেড এবং সপ্তম গ্রেড দেয়া, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের চাকরি জীবনে দুটি উচ্চতর স্কেল দেয়ার সুস্পষ্ট ঘোষণা,পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেয়া,ঐচ্ছিক বদলি ব্যবস্থা চালু করা এবং মাধ্যমিক স্তরের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ।
সভার শুরুতে সংগঠনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান বাবুল। সংগঠনের সার্বিক বিষয় নিয়ে আলোকপাত করেন সাংগঠনিক সম্পাদক দুলাল চন্দ্র চৌধুরী।
সভায়, ১২ মার্চ (রোববার) সকাল ১১ টায় প্রত্যেক জেলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সরকারিকরণসহ ৫ দফা দাবি আদয়ে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। আর ১৮ মার্চ (শনিবার) সকাল ১০ টায় শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে শিক্ষক সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া নয়।
ভার্চুয়াল সভায় ৫০টি জেলার নেতারা সংযুক্ত ছিলেন। ভার্চুয়াল সভায় বিভিন্ন জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।












