শিক্ষা

জাল সনদে ১৯ বছর শিক্ষকতা

  প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২২ , ৩:৪৪:২৫ প্রিন্ট সংস্করণ

জামালপুর প্রতিনিধি।।জামালপুরে দিগপাইত ধরনী কান্ত উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে জাল সনদ দিয়ে ১৯ বছর চাকরি করার অভিযোগ পাওয়া গেছে।

জামালপুর সদর উপজেলার দিগপাইত ডি.কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) মোহাম্মদ ওয়াসিম উদ্দিন শিক্ষকের নাম জাল শিক্ষকের তালিকা- ১২ তে প্রকাশিত হয়েছে।

জানা যায়,এ তালিকায় জামালপুর সদর উপজেলার দিগপাইত ডি.কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) মোহাম্মদ ওয়াসিম উদ্দিন মাস্টারের নাম ২৮ নং ক্রমিকে রয়েছে। সূত্রে প্রকাশ, জামালপুর /২৯এস/ঢাকা/২২৭৩/৪ তারিখ ০৫/০৪/২০১৮। সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের নাম: জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী, বগুড়া।তালিকায় আদায়যোগ্য অর্থের পরিমাণ: ১২,৪২,৩৩২.০০ টাকা সুপারিশ করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে স্কুলের ভারপাপ্ত প্রধান শিক্ষক মোকাদ্দেছ আলী সাথে কথা বললে তিনি জানান,শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের বিদ্যালয় জাল সনদের বিষয়ে কোনো চিঠি আসেনি। মন্ত্রণালয় থেকে চিঠি আসলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

এবিষয়ে স্কুলের সভাপতি ফজলুল হক কে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

অভিযুক্ত শিক্ষক ওয়াসিম উদ্দিন বলেন তার বিরুদ্ধে আনীত জাল সার্টিফিকেটের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

আরও খবর

Sponsered content