শিক্ষা

অনলাইন ব্যতিত অন্য কোন উপায়-পদ্ধতিতে জ্যেষ্ঠতা তালিকা তৈরির কোন সুযোগ নাই-প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২২ , ৩:৩৭:১১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।গত ২৬ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে সংশ্লিষ্টদের সতর্ক করে নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মনীষ চাকমা,যুগ্ম-সচিব,পরিচালক (পলিসি ও অপারেশন) স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন একটি সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া।

অনলাইন ব্যতিত অন্য কোন উপায়-পদ্ধতিতে জ্যেষ্ঠতা তালিকা তৈরির কোন সুযোগ নাই। যদি কেউ অন্য কোন প্রক্রিয়ায় জ্যেষ্ঠতা তালিকা তৈরি করেন বা এ বিষয়ে সংশ্লিষ্টদের বিভ্রান্ত করেন তা বিধিসম্মত ও গ্রহণযোগ্য হবে না এবং যে কোন বিধি বর্হিভূত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যক্তিগত ভাবে দায়ী থাকবেন।

আরও খবর

Sponsered content