স্বাস্হ্য ও জীবন পরিচর্যা

শেবাচিমের ছাত্রীকে র‍্যাগিংয়ে অভিযোগ নিয়ে সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৩ , ৯:০২:৪৩ প্রিন্ট সংস্করণ

শেবাচিম প্রতিনিধি।‌‌।বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে এক ছাত্রীকে র‍্যাগিংয়ে অভিযোগ নিয়ে সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা।

শনিবার (২৬ আগস্ট) সংবাদ সংগ্রহের সময় চ্যানেল 24 এর ক্যামেরাপারসনসহ আহত হয়েছেন চার সংবাদকর্মী। ভাঙচুর করা হয় ক্যামেরা ও সরঞ্জাম। আহতরা জানান, কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী র‍্যাগিংয়ের শিকার হন। এমন অভিযোগ পেয়ে মেডিকেলে খবর সংগ্রহে যান সাংবাদিকরা।

এসময় মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আবুল বাসারসহ কয়েকজন শিক্ষক অতর্কিত হামলা চালায়। এতে মারধরের শিকার হন চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন রুহুল আমিন, এশিয়ান টিভির প্রতিনিধি ফিরোজ মোস্তফা, সময় টিভির রিপোর্টারসহ কয়েকজন। ভাঙচুর করা হয় ক্যামেরা ও সরঞ্জাম। ঘটনার পর মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়েছেন সাংবাদিকরা।

আরও খবর

Sponsered content