পর্যটন শিল্প ও সাহিত্য প্রাকৃতিক রুপচর্চার খবর:-

লোডশেডিংয়ের পরিস্থিতি স্বাভাবিক হতেও কিছুটা সময় লাগবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী,নসরুল হামিদ

  প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ৪:৫৪:৪৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।আগামী দুদিনের মধ্যে গ্যাস সরবরাহের উন্নতি হবে।তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১২ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সেই সঙ্গে লোডশেডিংয়ের পরিস্থিতি স্বাভাবিক হতেও কিছুটা সময় লাগবে।রবিবার সচিবালয়ে সভাকক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

ঘূর্ণিঝড়-পরবর্তী গ্যাস পরিস্থিতি নিয়ে জানতে চাইলে নসরুল হামিদ বলেন,আমাদের ওই রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একটা ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা ভাসমান এলএনজি টার্মিনাল সরে গেছে। আরেকটি রয়ে গেছে।যেটা রয়ে গেছে সেটি দিয়ে আমরা দু-তিন দিনের মধ্যে গ্যাস চালু করতে পারব। যেটা খুলে গেছে সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে।’

নসরুল হামিদ বলেন, ‘বিদেশি ডুবুরি আসবে; তারা গিয়ে কাজ করবেন।তবে আমরা মনে করি,আল্লাহর অশেষ রহমতে আমরা ওই রকম ক্ষতিগ্রস্ত হয়নি।শিগগিরই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারব।আরও দু-এক দিন সময় লাগতে পারে।’

এফএসআরইউ সরে যাওয়ায় গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হবে কি না–জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন,একটি এফএসআরইউ হয়তো আমরা ঠিক করতে পারব না,৪০০ এমএমসিএফ (মিলিয়ন কিউবিক ফুট) গ্যাসের ঘাটতি থাকবে।আমি মনে করি,এখনকার পরিস্থিতি থাকবে না,উন্নতি ঘটবে।তবে কিছু কিছু জায়গায় প্রভাব থাকবে। সেটা খুব বেশি না।গতকাল (শনিবার) রাত থেকে কিছু সমস্যা দেখা দিয়েছিল,এটা কভার করে আগামী দুদিনের মধ্যে ভালো অবস্থানে যেতে পারব।’

দুটি এফএসআরইউ পুরোদমে চালুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,দুটি চালু হতে সময় লাগবে।একটা চালু হয়ে যাবে।আগামী দুদিনের মধ্যে জাহাজ চলে আসবে,গ্যাস আমরা দিতে পারব। আরেকটি চালু হতে ১২-১৫ দিন সময় লাগবে।’

নসরুল হামিদ বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার কারণে বিদ্যুতের কী পরিমাণ ক্ষতি হয়েছে,তা এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি, মনিটরিং করা হচ্ছে।পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।’ তিনি বলেন, সুখবর হচ্ছে মোখার যে ভয়াবহতা আশঙ্কা করা হয়েছিল সেটা কেটে গেছে।ক্ষয়ক্ষতির পরিমাণও খুব বেশি একটা হয়নি। খুব দ্রুতই বিদ্যুৎ ও গ্যাসের পরিস্থিতি ঠিক হয়ে যাবে।’

এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে গত ১২ মে রাত ১১টা থেকে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।পরদিন এ তথ্য জানিয়ে মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলএনজি সরবরাহ বন্ধের কারণে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে। ঝড়ের পরিস্থিতি বিবেচনা করে, গভীর সমুদ্রে সরিয়ে নেওয়ায় টার্মিনাল দুটি দ্রুত পুনস্থাপন/পুনসংযোগ দিয়ে গ্যাস সরবরাহ করা হবে। এ ছাড়া চট্টগ্রাম, মেঘনাঘাট,হরিপুর এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাস চালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ আছে।

আরও খবর

Sponsered content

আরও খবর: পর্যটন শিল্প ও সাহিত্য প্রাকৃতিক রুপচর্চার খবর:-

বঙ্গোপসাগরের কোলঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যের দ্বীপ জনপদ কুকরি-মুকরি

ইসরাইলি হামলায় প্রায় ২৩ মিলিয়ন টন ধ্বংসাবশেষ তৈরি করেছ -জাতিসংঘ

পর্যটকদের কাছ থেকে নগদ টাকা এবং ১৭টি মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে সশস্ত্র বাহিনী

প্রতি সপ্তাহের বুধবার ধানমন্ডি লেক ঘিরে পরিচালিত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে-তাপস

লোডশেডিংয়ের পরিস্থিতি স্বাভাবিক হতেও কিছুটা সময় লাগবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী,নসরুল হামিদ

সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভটির পাশেই মাটির নিচে স্বাধীনতা জাদুঘরটির অবস্থান