অপরাধ-আইন-আদালত

মেহেন্দিগঞ্জে সরকারি জমিতে আওয়ামী লীগ নেতার ইট ভাটা,সরিয়ে নিতে নোটিশ

  প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৪ , ৩:২৫:২৯ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি।।মেহেন্দিগঞ্জে একযুগ পর ৬০ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে মেহেন্দিগঞ্জের ধুলিয়া মধ্যেচর এলাকায় জমি উদ্ধার করে লাল পতাকাসহ সাইনবোর্ড লাগিয়ে দেয় প্রশাসন।২০১২সালে জমিটি অবৈধভাবে দখলে নেয় এবং ইটভাটা গড়ে তুলে মেহেন্দিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি সরোয়ার আলম আজাদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নিরব হোসেন বেপারীসহ ৭ জনে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানা গেছে, ১নং খতিয়ানভুক্ত জে এল নং ৪৩/১২৬, বিএস ১২২৯ নং খতিয়ানে সরকারি ৬০ শতাং জমি প্রত্যান্তঞ্চলে হওয়ায় দীর্ঘদিন ধরে বেদখল ছিল।এর আগেও একাধিবার জায়গাটি দখলমুক্ত করার উদ্যোগ নিলেও অজ্ঞাত কারণে পরে তা আলোর মুখ দেখেনি।সংশ্লিষ্টদের ম্যানেজ করে এবং প্রভাব খাটিয়ে জমির কোনো দলিল বা কাগজপত্র ছাড়াই দখলকারীরা ওই জমিতে ইট ভাটা স্থাপন করে ব্যবসা করে আসছিলেন।স্থানীয়ভাবে জমিটির বর্তমান বাজার মুল্য প্রায় ১০-১৫ লাখ টাকা।বৃহস্পতিবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এই খাস জমি দখলমুক্ত অভিযান পরিচালনা করেন।

 

উপজেলা ভূমি অফিস সুত্রে জানা যায়,সরকারি খাস জমি থেকে অবৈধ জিনিসপত্র সরানোর জন্য ইট ভাটার মালিকদের নোটিশ করা হয় এবং জমিতে লাল পতাকাযুক্ত আর সি সি পিলার দিয়ে স্থায়ী ভাবে সীমানা নির্ধারন করা হয় ও সাইনবোর্ড এর মাধ্যমে সরকারি জমি ঘোষণা করা হয়।এছাড়াও এই ইটভাটায় বৈধ লাইসেন্স না থাকায় গত ৬ মার্চ ২০২৪ সালে ৫লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্টের মাধ্যমে।এই বিষয়ে ইট ভাটার অংশিদার মোঃ মাহাবুব আলম তালুকদার স্থানীয় গণমাধ্যমকে বলেন,আমরা নোটিশ পেয়েছি, যথাসময়ে সরকারি জমি অবমুক্ত করে দিবো।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আরও খবর

Sponsered content