সারাদেশ

মেহেন্দিগঞ্জে প্রতিমা ভাঙচুর থানায় অভিযোগ

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২২ , ১:৫৪:৫১ প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলা প্রতিনিধি।।ব‌রিশা‌লের মেহে‌ন্দিগ‌ঞ্জের একটি ম‌ন্দিরে রাখা দুর্গাপূজার জন্য তৈরি করা প্রতিমা ভাঙচু‌রের ঘটনা ঘ‌টে‌ছে।

উপজেলার চানপুর ইউনিয়নের শ্রী শ্রী কা‌শিপুর দুর্গা ম‌ন্দিরে শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি দিলীপ ঢালী।

তিনি জানান, মন্দিরের ওই অংশে দুর্গাপূজার জন্য মণ্ডপ তৈরি করা হয়েছিল। সেখানেই তৈরি করা প্রতিমাগুলো রাখা। এর চারপাশে টিনের বেড়া দেয়া ছিল। গ্রামের মন্দির হওয়ায় তেমন কোনো সুরক্ষা ব্যবস্থা নেয়া হয়নি।

তিনি আরও জানান, শ‌নিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে সবকটি প্রতিমা ভাঙচুর করে। রোববার বেলা ১১টার দিকে মন্দিরে গিয়ে কয়েকজন প্রতিমাগুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখে তাকে খবর দেয়।

দিলীপ বলেন, ‘সবেমাত্র প্রতিমা নির্মাণে মা‌টির কাজ শেষ হ‌য়ে‌ছি‌ল। এর মধ্যে এই ঘটনা ঘটল। ম‌ন্দির নিয়ে কারও সঙ্গে কোনো বিরোধ নেই। কারা এ কাজ করল জানা যায়নি।’

মেহেন্দিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল কৃষ্ণ পাল জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছেন বেশিরভাগ প্রতিমাই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের আশ্বাস দিয়েছেন মেহে‌ন্দিগঞ্জ থানা পু‌লিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌ফিকুল ইসলাম।

আরও খবর

Sponsered content