চাকরির খবর

মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে জামালপুরে পুলিশ কনস্টেবল চাকরি পেলেন-রিচি

  প্রতিনিধি ২৩ মার্চ ২০২৩ , ৫:৩৭:৫৫ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে জামালপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন রিচি।পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য বান্ধবীর কাছ থেকে ৪০০ টাকা ধার করে রিচি দাঁড়িয়েছিলেন জামালপুর পুলিশ লাইন্সে।রোববার (১৯ মার্চ) রাতে পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার ঘোষণা শোনে আনন্দে কেঁদে ফেলেন তিনি।

জামালপুর সদর উপজেলার টিকরাকান্দি গ্রামের মেয়ে সোমাইয়া আক্তার রিচি জানান,তার বাবা হাফিজুল ইসলাম বিনা বেতনে স্থানীয় একটি স্কুলের নৈশপ্রহরী।সংসারে আয় রোজগারের কেউ নেই।তাই চাকরিটা তার খুবই প্রয়োজন ছিল।

রিচি আরও জানান,এত দিন আব্বা আম্মারে অনেক কষ্ট দিছি,এখন আব্বা আম্মারে বলেতে পারব আর কোন দিন তোমাদের কষ্ট করতে হবে না।

এ বিষয়ে রিচির বাবা বলেন,আমার মেয়ে ১২০ টাকায় চাকরি পেয়েছে এতে আমি খুব খুশি এবং আনন্দিত যা ভাষায় প্রকাশ করে পারছি না।

উল্লেখ্য,মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে জামালপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন রিচি।তার মতো একই ভাবে পুলিশে চাকরি পান আরও ৮৭ চাকরি প্রত্যাশী।জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহামেদ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান,কোন ধরনের তদবির ছাড়াই শুধু মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১৩ জন নারী ও ৭৪ জনকে কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।এছাড়া আবেদনকারীদের ঘুষ কিংবা দালালদের মাধ্যমে চাকরির সুযোগ দেয়া হয়নি।