চাকরির খবর

চাকরির বয়স অনুযায়ী পেনশনের হার?

  প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৩ , ২:১৭:৫৮ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।সরকারি চাকরিতে কর্মরত অধিকাংশ ব্যক্তিরা জানেন না, চাকরির শেষে পেনশন কতটাকা পাবেন! কতিপয় অসাধু কর্মকর্তারা সরকারি চাকরিতে কর্মরত থেকে বয়স জৈষ্ঠ্য অবসরপ্রাপ্তদের বিভিন্নভাবে নাজেহাল করেছেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে অর্থ-বাণিজ্য করে কতিপয় অসাধু কর্মকর্তারা। চাকরির শেষে পেনশন ভাতা সঠিকভাবে পায়না অনেকেই।তাই সরকারি চাকরিতে কর্মরতদের পেনশন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে।
সুত্রটি হলঃ (বেসিক বেতন x পেনশনের শতকরা হার) ÷ ২ x বাধ্যতামুলক সমর্পিত অনুতোষিক সুতরাং-আনুতোষিক [(৩৪০১০ x ৯০%) ÷ ২] x ২৩০= [৩০৬০৯ ÷ ২] x ২৩০= ১৫৩০৪.৫ x ২৩০= ৩৫,২০,০৩৫ টাকা

তিনি প্রতি মাসে কত টাকা পেনশন পাবেন?

***সুত্রটি হলঃ (বেসিক বেতন x শতকরা হার) ÷ ২ + চিকিৎসা ভাতাসুতরাং মাসিক পেনশন প্রাপ্য = [(৩৪০১০ x ৯০%) ÷ ২] + ১৫০০ টাকা= [৩০৬০৯ ÷ ২] + ১৫০০ টাকা= ১৫৩০৪.৫ + ১৫০০ টাকা= ১৬৮০৪.৫ টাকা।

**এককালিন ল্যাম্পগ্রান্ট পাবেন?

সূত্রঃ চাকুরিতে সর্বশেষ মূলবেতন x অর্জিত ছুটি (১৮ মাস) টাকাসুতরাং ল্যাম্পগ্রান্ট পাবেন = ৩৪০১০ x ১৮ টাকা= ৬,১২,১৮০ টাকা।

আরও খবর

Sponsered content