সারাদেশ

বিশ্ব ইজতেমার মুসল্লিরা পরিবহন সঙ্কটে পড়ে দূর্ভোগে শিকার

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৪ , ২:১৭:০৫ প্রিন্ট সংস্করণ

গাজীপুর প্রতিনিধি।।বিশ্ব মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।ইজতেমা শেষে শুরু হয়েছে ফিরতি পথের ভোগান্তি।এক সাথে অনেক মানুষের চাপের কারণে সুযোগ নিচ্ছে গণপরিবহনগুলো।বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যাচ্ছে।পরিবহনের খোঁজে হাঁটছে হাজারো মানুষ।অনেকেই আবার পিকআপ,ট্রাক,বাসসহ যে যানবাহনে সুযোগ পাচ্ছে,সেটিতেই উঠছে।

রোববার সকালে আখেরি মোনাজাতে অংশ নেয়া লাখ লাখ মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর।সকাল ৯টা ১০ মিনিটে টঙ্গীর তুরাগ নদীর তীরে আখেরি মোনাজাত শুরু হয়।এতে অংশ নিয়েছিলেন কয়েক লাখ মুসল্লি।

বাংলাদেশের তাবলিগের প্রধান মারকাজ কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা মো: জোবায়ের হাসান এ মোনাজাত পরিচালনা করছেন।

মোনাজাত শেষে ইজতেমায় আগত মুসল্লিরা নিজ নিজ গন্তব্যে ফিরতে ব্যস্ত হয়ে পড়ে।ইজতেমা উপলক্ষে সড়কগুলো নিয়ন্ত্রিত থাকায় দেখা দেয় পরিবহন সঙ্কট।ফলে ফিরতি পথে শুরু হয় মুসল্লিদের বিড়ম্বনা।ছোট বড় যে যানবাহন সড়কে চলাচলরত অবস্থায় ছিল,তাতেই জড়সড় হয়ে উঠে মুসল্লিরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মাহাবুব আলম জানান,সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে তিনটি সড়কে ইজতেমার গাড়ি ছাড়া বাকি যানবাহন বন্ধ রাখা হয়েছে।এছাড়াও জিএমপির ট্রাফিক বিভাগ কাজ করছে।

আরও খবর

Sponsered content