প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৩ , ২:২২:৫১ প্রিন্ট সংস্করণ
লালমনিরহাট প্রতিনিধি।।লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈইখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন।যাদের ‘গরু চোরাকারবারি’ বলছে বিজিবি।
শনিবার ভোরে দৈইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন সীমান্তের ৯০১ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন দৈইখাওয়া বিওপি ক্যাম্পের ল্যান্স নায়েক মো. বশির উল্লাহ।
আহতরা হলেন,হাতীবান্ধা উপজেলার দৈইখাওয়া আজিম বাজার এলাকার হারুন মিয়ার ছেলে রনি মিয়া (২১), একই উপজেলার গেন্দুগুড়ি এলাকার বাসিন্দা শ্রী সুজন (২১) এবং গেন্দুগুড়ি বিলুপ্ত ছিটমহল এলাকার আসির উদ্দিনের ছেলে হাকিম মিয়া (৩৫)।
ল্যান্স নায়েক বশির বলেন,ভোরে সীমান্তের ৯০১ নম্বর মেইন পিলার থেকে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে বান্নিগড়া নামক স্থানে ঘন কুয়াশার মধ্যে একদল বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার উপর দিয়ে গরু পারাপার করছিল।
“এ সময় ভারতীয় বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে পাঁচ থেকে ছয়টি গুলি ছুঁড়ে।এতে দুই জন চোরাকারবারি পায়ে ও একজন হাতে গুলিবিদ্ধ হন।এ সময় তাদের অন্য সঙ্গীরা পালিয়ে যায়।”
গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, “সীমান্তে গরু আনতে গিয়ে তিন গরু পারাপারকারী (ডাঙ্গোয়াল) গুলিবিদ্ধ হয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি।তারা গোপনে রংপুরে চিকিৎসা নিচ্ছে বলেও জানা গেছে।”
লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন,“সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গরু পারাপারকারী আহতের বিষয়টি শুনেছি।”