খেলাধুলা

বড় অঙ্কের প্রাইজমানি ঘোষণা

  প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:৩০:৩৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।নবম আসরের ট্রফির লড়াইয়ে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স।কুমিল্লা এর আগে তিনবার ফাইনাল খেললেও সিলেট স্ট্রাইকার্স প্রথমবার বিপিএল ফাইনাল খেলবে।ফাইনাল ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় অঙ্কের প্রাইজমানি ঘোষণা করেছে।বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করে।

টুর্নামেন্টের এলিমিনেটর ও দুই কোয়ালিফায়ার ম্যাচে ২ লাখ টাকা করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ক্রিকেটাররা।লিগ পর্বে এ পুরস্কার ছিল এক লাখ টাকা।ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ৫ লাখ টাকা পুরস্কার।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য এবার থাকছে বিপুল অর্থ পুরস্কার।টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা, গত বছর যা ছিল ২ লাখ টাকা।এছাড়া সেরা ফিল্ডার ৩ লাখ টাকা,সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ৫ লাখ টাকা করে পুরস্কার পাচ্ছেন।এর বাইরে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা।রানার্সআপ দল পাবে ১ কোটি টাকা।

আরও খবর

Sponsered content