খেলাধুলা

বিতর্কের জন্ম দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশালের একটি ম্যাচ!

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৩ , ১:৫২:২১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বিপিলে ডিআরএসের বিকল্প হিসেবে রাখা হয়েছে এডিআরএস।তার পরেও নিখুঁত সিদ্ধান্ত আম্পায়াররা দিতে পারছেন না।সর্বশেষ বিতর্কের জন্ম দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশালের একটি ম্যাচ।লেগ বিফোরের একটি সিদ্ধান্ত নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চললে গতকাল রাতে এর ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘটনাটি ঘটেছে কুমিল্লার ব্যাটিংয়ের সময়।বরিশালের স্পিনার ইফতেখার আহমেদের বল খেলতে গিয়ে সেটি মিস করেন জাকের আলী।ঢাকায় শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়া জাকেরের উইকেট কুমিল্লার জন্য ছিল অতিগুরুত্বপূর্ণ।খালি চোখে বোঝা যাচ্ছিল,ইফতেখারের বল লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে।মাঠের আম্পায়ার তাৎক্ষণিক সিদ্ধান্তে আউট দেন জাকেরকে।কুমিল্লার ব্যাটার রিভিউ নিয়ে তৃতীয় আম্পায়ারের সাহায্য চাইলে তিনিও দেন একই সিদ্ধান্ত।হঠাৎ আউট দেখে হতভম্ব হয়ে যান জাকের।কুমিল্লা শেষমেশ ১২ রানে ম্যাচ হারে।পরে সেটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনও।

আইসিসির নিয়ম অনুযায়ী এটি নটআউট হলেও বিসিবি জানালো তাদের নিজস্ব প্লেয়িং কন্ডিশন অনুযায়ী এটি আউট। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,প্লেয়িং কন্ডিশনের পরিশিষ্ট ডি-১ অনুযায়ী বলের যে কোনও অংশ পিচিং জোনের ভেতরে থাকলেই সেটি লাইনে পিচ করেছে বলে ধরে নেওয়া হবে।’

আইসিসির প্লেয়িং কন্ডিশনটা আবার এমন নয়।ডিআরএসের ক্ষেত্রে বলের বেশির ভাগ অথবা অন্তত ৫১ ভাগ অংশ পিচিং জোনে থাকলেই সেটি লাইনে আছে বলে ধরে নেওয়া হয়।

আরও খবর

Sponsered content