সারাদেশের খবর

পেঁয়াজ আমদানির খবরে দিনাজপুরে প্রতিকেজি ১০টাকা কমেছে

  প্রতিনিধি ৫ জুন ২০২৩ , ৭:০১:০৭ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি।।আমদানির খবরে দিনাজপুরের হিলিতে কয়েক ঘণ্টার ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ১০ টাকা। রবিবার (০৪ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত পাইকারিতে যে পেঁয়াজের কেজি ৮৫ টাকা বিক্রি হয়েছিল; সন্ধ্যা থেকে তা বিক্রি হচ্ছে ৭৫ টাকা।পাইকারি বাজারে দাম কমায় খুচরা বাজারেও কমেছে। রবিবার বিকাল পর্যন্ত খুচরা বাজারে ৯০ টাকা কেজি বিক্রি হলেও সন্ধ্যা থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে।

আমদানিকারকরা বলছেন,সোমবার থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে। এতে দাম আরও কমবে।ভারতীয় পেঁয়াজ দেশে ঢুকলেই বাজার নিয়ন্ত্রণে চলে আসবে।

হিলি বাজারে সন্ধ্যায় পেঁয়াজ কিনতে আসা আরিফুল ইসলাম বলেন,গত কয়েকদিন ধরে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী।রবিবার বিকালে খুচরা বাজারে ৯০ টাকা কেজি দেখেছি।সন্ধ্যায় ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।’

হিলির বাসিন্দা হামিদুল ইসলাম বলেন,আমদানির খবরে দাম কমার মধ্য দিয়ে বোঝা গেলো, পেঁয়াজ নিয়ে এতদিন কারসাজি করেছেন ব্যবসায়ীরা।বাড়তি দামের কারণে আমাদের হিমশিম খেতে হচ্ছিল।সোমবার থেকে আমদানি শুরু হলে দাম আরও কমবে।সেইসঙ্গে বাজার স্বাভাবিক অবস্থায় ফিরবে।’

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শাকিল খান বলেন, ‘এতদিন পেঁয়াজ আমদানির অনুমতি না দেওয়ায় ও সরবরাহ ঘাটতি থাকায় দাম বেড়েছিল।বাড়তি দামে কিনে আমাদের বাড়তি দামে বিক্রি করতে হচ্ছিল।এতে বাজার অস্থির হয়ে উঠেছিল।আজ আমদানির অনুমতি দেওয়ায় মোকামগুলোতে দাম কমতে শুরু করেছে।ফলে আমরাও ১০ টাকা কমে বিক্রি করছি।’

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন,আমিসহ বন্দরের কয়েকজন আমদানিকারক আগেই মন্ত্রণালয়ে অনুমতি চেয়ে আবেদন করেছিলাম।সোমবার আইপি পেলে আমদানি শুরু হবে।সবকিছু ঠিক থাকলে সোমবার বিকাল থেকে বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ ঢুকবে।এতে দাম আরও কমে যাবে।’

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন,গত ১৫ মার্চ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া বন্ধ রেখেছিল সংশ্লিষ্ট দফতর।এতে ১৬ মার্চ থেকে আমদানি বন্ধ রয়েছে।রবিবার পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার কথা জানতে পেরেছি আমরা।তবে এখন পর্যন্ত বিষয়টি সার্ভারে সংযুক্ত করা হয়নি কিংবা অফিসিয়ালি আমাদের জানানো হয়নি।তবে যেহেতু আজ অফিস সময় পার হয়ে গেছে,সেহেতু সোমবার এ বিষয়ে হয়তো আমাদের জানাবেন সংশ্লিষ্টরা।আইপি পেলেই পেঁয়াজ আমদানি শুরু হবে।’

রবিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের ও শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার থেকেই আমদানির অনুমতি দেওয়া হবে।কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এই তথ্য নিশ্চিত করেন।

আরও খবর

Sponsered content