সারাদেশ

ডোমারে এক স্কুল ছাত্রীর বুদ্ধিমত্ত্বতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৪ , ৩:০৯:২০ প্রিন্ট সংস্করণ

নীলফামারী জেলা প্রতিনিধি।।ডোমারে দশম শ্রেণি পড়ুয়া ছাত্রী, আনোয়ারা বেগমের বুদ্ধিমত্ত্বতায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে।আজ

 

ঘটনাটি ঘটেছে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা হাজীপাড়া গ্রামের রউফ সাহেবের ঘুন্টি এলাকায়

মঙ্গলবার (৯ জানুয়ারী) দুপুরের সময় রেললাইনের পাশ্ববর্তী  বাসিন্দা আনোয়ারা বেগম রেললাইনের উপর দিয়ে হাটার সময় লাইনে ফাটল দেখতে পেয়ে প্রতিবেশীদের জানায়।প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত রেললাইনের ফাটল দেখতে পায়।সেসময় তিতুমীর ট্রেন আসার সময় হয়ে গেছে।উপস্থিত জনতা ততক্ষনাৎ লাল চাদর দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেয়,

রেললাইন পাহারাদারের দায়িত্বে থাকা আনসার ভিডিপি পিসি মো. মশিয়ার রহমান জানান,রেললাইনের,ফাটল দেখতে পেয়ে আমরা  দ্রুত কতৃপক্ষকে অবগত করি।

ডোমার রেল স্টেশন মাস্টার বাবু হোসেন জানান, এলাকাবাসীর মারফত খবর জানার পর পিডডব্লিউকে অবহিত করলে তাদের মিস্ত্রিরা,ঘটনাস্থলে আসে। তাদের সাথে আলোচনা করে তিতুমীর ট্রেনের লোকোমাস্টারকে ১০ কিলোমিটার গতিতে ট্রেনটি যাওয়ার পরামর্শ দেই।এরপর ট্রেনটি কোনোরকম দূর্ঘটনা ছাড়াই নিরাপদ গন্তব্যে পৌঁছে।

আরও খবর

Sponsered content