সারাদেশের খবর

নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৬ , ৫:৩৯:০৮ প্রিন্ট সংস্করণ

নরসিংদী জেলা প্রতিনিধি:নরসিংদীর বাঘহাটায় সুরেশ সরিষার তেলের কারখানার ভূমি অধিগ্রহণ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শ্রমিকরা অভিযোগ করেছেন,কারখানা বন্ধের চেষ্টা চালানো এবং বেতন না দেয়ার প্রেক্ষাপটে তাদের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

শ্রমিকরা জানিয়েছেন,“কারখানা বন্ধ হলে আমরা না খেয়ে মরবো। আমাদের বেতন ও বিল পরিশোধ না করে মিল ভাঙতে আসলে আমরা কাউকে ছাড়ব না।”

মালিকপক্ষের অভিযোগ:
সুরেশ অয়েল মিলের মালিক সুধীর সাহা অভিযোগ করেছেন, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সঙ্গে যোগসাজশ করে একটি চক্র অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।তিনি দাবি করেছেন,ঠিকাদারি প্রতিষ্ঠান ও বহিরাগত ‘মাস্তান’ ভাড়া করে শ্রমিকদের মারধর ও মালামাল লুটপাট করা হয়েছে।

বিবাদী পক্ষের বক্তব্য:
স্থানীয় নেতা গিয়াস উদ্দিন গাজী হামলার সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করেছেন।অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

প্রশাসনের ভূমিকা:
জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা তালাবদ্ধ থাকায় কর্মকর্তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

আরও খবর

Sponsered content