সারাদেশের খবর

মেহেন্দিগঞ্জে জন্মনিবন্ধনে ৫শ থেকে ১হাজার আদায়ের অভিযোগ!!!

  প্রতিনিধি ৪ এপ্রিল ২০২২ , ৫:২১:১৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সচিব বঙ্গাল আবু হোসেন বিরুদ্ধে সেচ্ছাচারিতা দূর্নীতি-অনিয়ম,ঘুষবানিজ্যের কাছে সাধারন মানুষ জিম্মি হয়ে পড়ছে।জন্মনিবন্ধন ফি সরকারীভাবে ৫০টাকা নির্ধারন করা হলেও ৫শ থেকে ১হাজার আদায় অভিযোগের সংবাদ প্রকাশের পর শ্রীপুর ইউপির চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লা সোমবার(৭ ফেব্রুয়ারি ২০২২) চড়,থাপ্পর,লাথি মেরে পরিষদ হতে তাড়িয়ে দেন।

সরজমিনে গিয়ে জানাযায়,শ্রীপুর ইউনিয়ন পরিষদের উদোক্তা না থাকায় সরকারী সকল সেবা বঞ্চিত নাগরিকরা।

ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইটুআই প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নে ইন্টারনেট সংযোগ সহ ৫লক্ষাধিক টাকা সরঞ্জাম দেয়া হলেও তা আবু হোসেন আত্মসাৎ করছে।

শ্রীপুর ইউনিয়নের ৩হাজার পরিবারের ৪হাজার ৬শ ১৮জন সন্তান শ্রীপুর মহিষা ওহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়,৫টি প্রাইমারী স্কুল-কলেজ,মাদ্রাসা পড়ালেখা করলেও ২২শ ৪জনকে গড়ে ৫শ থেকে ৭শ টাকা ফি নিয়ে জন্মনিবন্ধন সঠিক সময়ে দেয়া হচ্ছেনা।এবিষয়ে ব্যাপক নিয়মের চিত্র ৪৭মিনিটের গোপনে ধারনকৃত অডিও-ভিডিও এতথ্যটি জন্মনিবন্ধন নিতে আসা জনসাধারন নিশ্চিত করছেন।

এব্যাপারে সচিব বঙ্গাল আবু হোসেন জানান,মাত্র ১০% সে পান।অবশিষ্ট টাকা চেয়ারম্যান নেন।পরিষদের কম্পিউটার সহ সরকারী দেয়া অনুদান ও সরঞ্জামাদি বিষয়টি জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি।

এবিষয়ে শ্রীপুর চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লা সাংবাদিকদের জানান,আমার ইউনিয়নে কোন অনিয়ম-দূর্নীতি চলবেনা।সরকারী ফির অতিরিক্ত টাকা জন্ম নিবন্ধন ফি বাবদ নেয়ার অভিযোগে সচিবকে শাঁসিয়েছি।

বরিশালের জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার সাংবাদিকদের বলেন,অভিযুক্ত সচিবের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেয়া হবে।

আরও খবর

Sponsered content